ঈশ্বরীতলার রূপোকথার মধ্যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের আত্মজৈবনিক উপাদান আছে অনেকটাই। কিন্তু সেই উপাদান আবছা। প্রকৃত অর্থে এটি শ্যামলের নিজস্ব সৃষ্টি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনাথবন্ধুর সঙ্গে আমরাও জীবনের অর্থ খুঁজতে থাকি নির্জন প্রকৃতি আর জীবজন্তুর মাঝে। চিনতে পারি জীবনের নিস্পৃহ উদাসীন রূপটি। এমন অনন্য উপন্যাস বাংলা সাহিত্যে বিরল। রূপকথা হয়েও রূপকথা নয়। রূপোকথা।
ঈশ্বরীতলার রূপোকথার মধ্যে শ্যামল গঙ্গোপাধ্যায়ের আত্মজৈবনিক উপাদান আছে অনেকটাই। কিন্তু সেই উপাদান আবছা। প্রকৃত অর্থে এটি শ্যামলের নিজস্ব সৃষ্টি। এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অনাথবন্ধুর সঙ্গে আমরাও জীবনের অর্থ খুঁজতে থাকি নির্জন প্রকৃতি আর জীবজন্তুর মাঝে। চিনতে পারি জীবনের নিস্পৃহ উদাসীন রূপটি। এমন অনন্য উপন্যাস বাংলা সাহিত্যে বিরল। রূপকথা হয়েও রূপকথা নয়। রূপোকথা।