কাহিনি সংক্ষেপ : ২ অক্টোবর, ১৯৬৮। আর মাত্র বারো ঘন্টা পর দায়িত্ব ছেড়ে দেবেন দার্জিলিং থানার ওসি নৃপেন ঘোষাল। কোলকাতা বদলি হয়েছে তার। সাবস্টিটিউট রমেন গুহ এসে পৌঁছে গেছে। কিন্তু দায়িত্ব বুঝে নেয়ার আগেই হোটেলের বদ্ধ কামরায় মৃত্যু বরন করে রমেন।
খুব দ্রুতই ঘটনার মোড় ঘুরে যায়। খারাপ আবহাওয়ার কারণে হোটেলে আটকে পড়ে খুনি, পুলিশ এবং নেক্সট ভিক্টিম। পরবর্তী খুনের আগেই খুঁজে বের করতে হবে খুনি কে। কে সফল হবে, খুনি নাকি ডিটেকটিভ?
কাহিনি সংক্ষেপ : ২ অক্টোবর, ১৯৬৮। আর মাত্র বারো ঘন্টা পর দায়িত্ব ছেড়ে দেবেন দার্জিলিং থানার ওসি নৃপেন ঘোষাল। কোলকাতা বদলি হয়েছে তার। সাবস্টিটিউট রমেন গুহ এসে পৌঁছে গেছে। কিন্তু দায়িত্ব বুঝে নেয়ার আগেই হোটেলের বদ্ধ কামরায় মৃত্যু বরন করে রমেন।
খুব দ্রুতই ঘটনার মোড় ঘুরে যায়। খারাপ আবহাওয়ার কারণে হোটেলে আটকে পড়ে খুনি, পুলিশ এবং নেক্সট ভিক্টিম। পরবর্তী খুনের আগেই খুঁজে বের করতে হবে খুনি কে। কে সফল হবে, খুনি নাকি ডিটেকটিভ?