ক্লাস সিক্সে মাকে হারায় কুশল। বাবা বুক দিয়ে আগলে বড় করেছেন কুশলকে। মামার শরীর খারাপের খবর পেয়ে কুশল ডুয়ার্সে রওনা দেয়। ট্রেনে আলাপ হয় বসুধার সঙ্গে। একটি ভাগ্যতাড়িত নিরুদ্দিষ্ট মেয়ের দেশের বাড়িতে যাচ্ছে বসুধা। খাওয়া-পরার খরচ বাঁচাতে মেয়েটিকে কলকাতায় পাঠিয়েছিল পরিবারের লোক। উপন্যাসের দুই মুখ্য চরিত্র বসুধা, কুশল মিলিত যাত্রায় আবিষ্কার করে মানুষের নির্দয় স্পৃহার মৃত্যু হয় না। তারা কি পারবে নিকটজনের নিপীড়নের প্রবৃত্তিকে ভালবাসা দিয়ে মুছে ফেলতে? সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘জ্যোৎস্নাপুজো’ উপন্যাসে খেলা করে এক হৃদয়-উৎসারিত জ্যোৎস্নালোক।
ক্লাস সিক্সে মাকে হারায় কুশল। বাবা বুক দিয়ে আগলে বড় করেছেন কুশলকে। মামার শরীর খারাপের খবর পেয়ে কুশল ডুয়ার্সে রওনা দেয়। ট্রেনে আলাপ হয় বসুধার সঙ্গে। একটি ভাগ্যতাড়িত নিরুদ্দিষ্ট মেয়ের দেশের বাড়িতে যাচ্ছে বসুধা। খাওয়া-পরার খরচ বাঁচাতে মেয়েটিকে কলকাতায় পাঠিয়েছিল পরিবারের লোক। উপন্যাসের দুই মুখ্য চরিত্র বসুধা, কুশল মিলিত যাত্রায় আবিষ্কার করে মানুষের নির্দয় স্পৃহার মৃত্যু হয় না। তারা কি পারবে নিকটজনের নিপীড়নের প্রবৃত্তিকে ভালবাসা দিয়ে মুছে ফেলতে? সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘জ্যোৎস্নাপুজো’ উপন্যাসে খেলা করে এক হৃদয়-উৎসারিত জ্যোৎস্নালোক।