অদ্ভুতুড়ে সিরিজের সবচেয়ে দীর্ঘ উপন্যাস এটি, চরিত্রের সংখ্যাও অনেক বেশি। কাহিনীর মূলে ভূবনবাবুর বাড়ি, তাঁর বয়স পঁচাশি। একেক সময় একেক খেয়াল জাগে তাঁর। সেই খেয়ালেই বাড়িতে স্থাপন করলেন একটা গবেষণাগার, যদিও তিনি বিজ্ঞানের তেমন কিছুই জানেন না। এরপর কাহিনীতে ভূতপ্রেত, বিজ্ঞানী, পরী, মজার চোর, বাড়ির খ্যাপাটে কর্তা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়।
অদ্ভুতুড়ে সিরিজের সবচেয়ে দীর্ঘ উপন্যাস এটি, চরিত্রের সংখ্যাও অনেক বেশি। কাহিনীর মূলে ভূবনবাবুর বাড়ি, তাঁর বয়স পঁচাশি। একেক সময় একেক খেয়াল জাগে তাঁর। সেই খেয়ালেই বাড়িতে স্থাপন করলেন একটা গবেষণাগার, যদিও তিনি বিজ্ঞানের তেমন কিছুই জানেন না। এরপর কাহিনীতে ভূতপ্রেত, বিজ্ঞানী, পরী, মজার চোর, বাড়ির খ্যাপাটে কর্তা সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়।