দ্বিতীয় সংস্করণের ভূমিকা পাঠক পাঠিকারা ব্যাপারটা লক্ষ্য করেছেন কি-না জানি না, দ্বিতীয় মুদ্রণ না বলে আমি বলছি দ্বিতীয় সংস্করণ কারণ মূল গল্প বেশ খানিকটা বদলেছি। প্রখম সংস্করনের বইটি অসম্পূর্ণ মনে হচ্ছিল। যা বলতে চেয়েছিলা তা ঠিক মত বলতে পারিনি- অস্পষ্ট রয়ে গেছে। তাছাড়া কিছু চরিত্রের প্রতি অবিচার করা হয়েছে। পৃথিবীর কাছ থেকে এরা সহানুভূতি পায়নি বলে লেখকের কাছ থেকেও পাবে না তাতো হয় না। হুমায়ূন আহমেদ শহীদুল্লাহ হল ৫.১২.৯১
দ্বিতীয় সংস্করণের ভূমিকা পাঠক পাঠিকারা ব্যাপারটা লক্ষ্য করেছেন কি-না জানি না, দ্বিতীয় মুদ্রণ না বলে আমি বলছি দ্বিতীয় সংস্করণ কারণ মূল গল্প বেশ খানিকটা বদলেছি। প্রখম সংস্করনের বইটি অসম্পূর্ণ মনে হচ্ছিল। যা বলতে চেয়েছিলা তা ঠিক মত বলতে পারিনি- অস্পষ্ট রয়ে গেছে। তাছাড়া কিছু চরিত্রের প্রতি অবিচার করা হয়েছে। পৃথিবীর কাছ থেকে এরা সহানুভূতি পায়নি বলে লেখকের কাছ থেকেও পাবে না তাতো হয় না। হুমায়ূন আহমেদ শহীদুল্লাহ হল ৫.১২.৯১