পেশকার গগন সাঁপুইয়ের বাড়িতে মাঝরাতে এক চোর ধরা পড়ল। একেবারেই আহাম্মক চোর, নয়তো সাঁপুইবাড়িতে চোর ঢোকে কখনও? বাড়ি তো নয়, রীতিমতো দুর্গ। প্রচুর মারধর করার ফলে চোরটা নেতিয়ে পড়লো, মর-মর অবস্থা। দেহটা ফেলে দিয়ে আসার ভার পড়লো গগনবাবুর পাইক লক্ষ্মণের ওপরে। কিন্তু সেইটে ফেলতে গিয়ে লক্ষণ বুঝতে পারলো, ঘটনা এত সহজ নয়, এ সবে শুরু।
পেশকার গগন সাঁপুইয়ের বাড়িতে মাঝরাতে এক চোর ধরা পড়ল। একেবারেই আহাম্মক চোর, নয়তো সাঁপুইবাড়িতে চোর ঢোকে কখনও? বাড়ি তো নয়, রীতিমতো দুর্গ। প্রচুর মারধর করার ফলে চোরটা নেতিয়ে পড়লো, মর-মর অবস্থা। দেহটা ফেলে দিয়ে আসার ভার পড়লো গগনবাবুর পাইক লক্ষ্মণের ওপরে। কিন্তু সেইটে ফেলতে গিয়ে লক্ষণ বুঝতে পারলো, ঘটনা এত সহজ নয়, এ সবে শুরু।