নেলী খালার চিঠি পেয়ে বাবুকে নিয়ে নুলিয়াছড়িতে নেলী খালার নতুন কেনা বাড়িতে দু'মাসের গরমের ছুটি কাটাতে আসলো আবির আর বাবু। পাহাড়, সাগর, সোনার খনি, চোরাকারবারিদের উৎপাত আর রহস্য। সেই সাথে নদীর ওপারে পাহাড়ের ওপরে দেখা গেল ভূতের আনাগোনা। ললি আর টুনি কে সাথে নিয়ে রহস্যের সমাধানের জন্য উঠে পড়ে লাগলো দুই বন্ধু।
নেলী খালার চিঠি পেয়ে বাবুকে নিয়ে নুলিয়াছড়িতে নেলী খালার নতুন কেনা বাড়িতে দু'মাসের গরমের ছুটি কাটাতে আসলো আবির আর বাবু। পাহাড়, সাগর, সোনার খনি, চোরাকারবারিদের উৎপাত আর রহস্য। সেই সাথে নদীর ওপারে পাহাড়ের ওপরে দেখা গেল ভূতের আনাগোনা। ললি আর টুনি কে সাথে নিয়ে রহস্যের সমাধানের জন্য উঠে পড়ে লাগলো দুই বন্ধু।