গল্পগুলো অভিনব। স্বতঃস্ফুর্ত ভাষাশক্তি আর আঙ্গিক বৈচিত্র্যে শাহাদুজ্জামান তার প্রতিটি গল্পে অবতারণা করেছেন স্বতন্ত্র এক একটি প্রসঙ্গের। তার কৌতহল ব্যাপ্ত হয়েছে মুক্তিযুদ্ধ, সামরিক শাসন, সন্ত্রাস, ক্ষুধা, যৌনতাসহ একটি কাঁঠাল পাতা কিংবা ডোডো পাখি অবধি। একদিকে পরাক্রান্ত বাস্তব, অন্যদিকে বিহ্বল ব্যক্তি। এর মাঝখানের ভয়, ভুল, ক্ষতি, আনন্দই গল্পগুলোর বিষয়। প্রতিটি গল্প পাঠককে তাড়িত করবে নতুনতর এক ভাবনায়।
গল্পগুলো অভিনব। স্বতঃস্ফুর্ত ভাষাশক্তি আর আঙ্গিক বৈচিত্র্যে শাহাদুজ্জামান তার প্রতিটি গল্পে অবতারণা করেছেন স্বতন্ত্র এক একটি প্রসঙ্গের। তার কৌতহল ব্যাপ্ত হয়েছে মুক্তিযুদ্ধ, সামরিক শাসন, সন্ত্রাস, ক্ষুধা, যৌনতাসহ একটি কাঁঠাল পাতা কিংবা ডোডো পাখি অবধি। একদিকে পরাক্রান্ত বাস্তব, অন্যদিকে বিহ্বল ব্যক্তি। এর মাঝখানের ভয়, ভুল, ক্ষতি, আনন্দই গল্পগুলোর বিষয়। প্রতিটি গল্প পাঠককে তাড়িত করবে নতুনতর এক ভাবনায়।