ম্যাজিক কে না ভালোবাসে? যুক্তির খাড়াই সিঁড়ির কোনো এক বাঁকে পৌঁছে কি ইচ্ছে করে না দু দণ্ড জিরিয়ে নিতে ?, সন্দেহ স্থগিত রেখে বিস্ময় কুড়িয়ে নেওয়ার লোভ হয়তো সকলেরই হয়, এমনকী বিদ্যুৎলতা বটব্যালেরও। কিন্তু সে অন্ধকারের পোশাক পরে জন্মেছে। কালো রঙের পোশাক। তার গায়ে লেগে থাকা রক্তের দাগ যাতে দেখা না যায়। সকলের ক্ষমতা থাকে না, শুধু পাখির চোখটুকু দেখতে পাওয়ার। সকলে যোদ্ধা হয়ে জন্মায় না।
ম্যাজিক কে না ভালোবাসে? যুক্তির খাড়াই সিঁড়ির কোনো এক বাঁকে পৌঁছে কি ইচ্ছে করে না দু দণ্ড জিরিয়ে নিতে ?, সন্দেহ স্থগিত রেখে বিস্ময় কুড়িয়ে নেওয়ার লোভ হয়তো সকলেরই হয়, এমনকী বিদ্যুৎলতা বটব্যালেরও। কিন্তু সে অন্ধকারের পোশাক পরে জন্মেছে। কালো রঙের পোশাক। তার গায়ে লেগে থাকা রক্তের দাগ যাতে দেখা না যায়। সকলের ক্ষমতা থাকে না, শুধু পাখির চোখটুকু দেখতে পাওয়ার। সকলে যোদ্ধা হয়ে জন্মায় না।