পেটের উপর থেকে শাড়িটা একপাশে সরিয়ে সেখানে পরম মমতায় হাত বুলিয়ে সুজাতা বলল, 'আর কটা দিন চুপচাপ থাক।' সুজাতার ক্রমান্বয়ে স্ফীত হওয়া পেটটা প্রতিদিন বড় হচ্ছে। পেটের ভেতর টলটলে পানি, সেই পানিতে ডুবে আছে আরেকজন। যে প্রতিদিন প্রহর গুনছে পৃথিবীর আলো দেখার। এই আলো কী দেখার সুযোগ পাবে সে? সুজাতার ভয় হয়। বড্ড ভয় হয়। আশেপাশের অবস্থা ভালো না। নানান কথা কানে আসে। এইসব কানকথায় খুব একটা পাত্তা দেয় না সুজাতা। তবুও ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। সামনে কঠিন সময়। যুদ্ধদিন। আগুনের দিন।
পেটের উপর থেকে শাড়িটা একপাশে সরিয়ে সেখানে পরম মমতায় হাত বুলিয়ে সুজাতা বলল, 'আর কটা দিন চুপচাপ থাক।' সুজাতার ক্রমান্বয়ে স্ফীত হওয়া পেটটা প্রতিদিন বড় হচ্ছে। পেটের ভেতর টলটলে পানি, সেই পানিতে ডুবে আছে আরেকজন। যে প্রতিদিন প্রহর গুনছে পৃথিবীর আলো দেখার। এই আলো কী দেখার সুযোগ পাবে সে? সুজাতার ভয় হয়। বড্ড ভয় হয়। আশেপাশের অবস্থা ভালো না। নানান কথা কানে আসে। এইসব কানকথায় খুব একটা পাত্তা দেয় না সুজাতা। তবুও ভয় তাকে তাড়িয়ে বেড়ায়। সামনে কঠিন সময়। যুদ্ধদিন। আগুনের দিন।