মানুষের জীবন যে কত বিচিত্র হতে পারে, কত জটিল হতে পারে, কতটা কুটিল হতে পারে, কতটা মহান হতে পারে- এই গ্রন্থের গল্পগুলি পড়লে তার একটা ধারণা পাওয়া যাবে। আসলে এই গ্রন্থের গল্পগুলি সত্য ঘটনা। লেখক তার কর্মজীবনে ভারতীয় রেলের এমন একজন আধিকারিক ছিলেন যে তাঁর কাজের অঙ্গ হিসেবেই কয়েক হাজার তদন্ত করতে হয়েছে। সেই তদন্তগুলি থেকে বাছাই করা আরও ১১টি তদন্ত কাহিনি এক মলাটে আনা হল। যা থ্রিলার গল্পের মতই রুদ্ধশ্বাস।
মানুষের জীবন যে কত বিচিত্র হতে পারে, কত জটিল হতে পারে, কতটা কুটিল হতে পারে, কতটা মহান হতে পারে- এই গ্রন্থের গল্পগুলি পড়লে তার একটা ধারণা পাওয়া যাবে। আসলে এই গ্রন্থের গল্পগুলি সত্য ঘটনা। লেখক তার কর্মজীবনে ভারতীয় রেলের এমন একজন আধিকারিক ছিলেন যে তাঁর কাজের অঙ্গ হিসেবেই কয়েক হাজার তদন্ত করতে হয়েছে। সেই তদন্তগুলি থেকে বাছাই করা আরও ১১টি তদন্ত কাহিনি এক মলাটে আনা হল। যা থ্রিলার গল্পের মতই রুদ্ধশ্বাস।