একটা বিন্দু থেকে শুরু হয়ে নির্ধারিত চক্রাকার পথ ঘুরে আরেকটা বিন্দুতে এসে ফুরিয়ে গেলো- এই তো জীবন! নিয়তির কম্পাস কখনো মসৃণভাবে ঘুরছে, আবার কখনও থমকে যাচ্ছে অনিশ্চয়তায়। জীবনের বৃত্তান দিতে গিয়ে তাই দুই শব্দে বলা যায়- বৃত্তবন্দী জীবন। সেই বৃত্তের চারপাশ জুড়ে কত অজস্র রং-রূপ। লাল-নীল-হলুদের পাশাপাশি ধূসর-কালো। কেন্দ্রবিন্দুতে মহাকাল নীরব, নিস্তব্ধ পরিদর্শক। এক নিঃসীম বৃত্তের গল্পে আপনাকে স্বাগত।
একটা বিন্দু থেকে শুরু হয়ে নির্ধারিত চক্রাকার পথ ঘুরে আরেকটা বিন্দুতে এসে ফুরিয়ে গেলো- এই তো জীবন! নিয়তির কম্পাস কখনো মসৃণভাবে ঘুরছে, আবার কখনও থমকে যাচ্ছে অনিশ্চয়তায়। জীবনের বৃত্তান দিতে গিয়ে তাই দুই শব্দে বলা যায়- বৃত্তবন্দী জীবন। সেই বৃত্তের চারপাশ জুড়ে কত অজস্র রং-রূপ। লাল-নীল-হলুদের পাশাপাশি ধূসর-কালো। কেন্দ্রবিন্দুতে মহাকাল নীরব, নিস্তব্ধ পরিদর্শক। এক নিঃসীম বৃত্তের গল্পে আপনাকে স্বাগত।