পশ্চিমবঙ্গের একটি গঞ্জ শহর নবগ্রামে খুন হয়ে যায় মৌপিয়া হালদার। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা মণিরঞ্জন হালদারের কনিষ্ঠ কন্যা মৌপিয়ার খুন একটি বিশেষ কারণে ভ্রু কুঁচকে দেয় প্রশাসনের। মৌপিয়াকে খুনের পরে তার গুপ্তাঙ্গে তীক্ষ্ণ কোনো দণ্ড ঢুকিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ যেন ভয়ঙ্কর কোনো সাইকোপ্যাথ! তদন্তে নামেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব-ইনস্পেক্টর দর্শনা বোস। তদন্তে ওঠে আসে অতীতের কিছু রুঢ় সত্য, যার উন্মোচনের সঙ্গে জড়িয়ে যায় গোয়েন্দার ব্যক্তিগত জীবনও। কার্যক্ষেত্রের বিভিন্ন লাল ফিতার ফাঁস অতিক্রম করে, নানা রাজনৈতিক প্রভাব থেকে নিজের তদন্ত পদ্ধতিকে মুক্ত রেখে দর্শনা কি পারবে আসল খুনি অবধি পৌঁছাতে? বৃশ্চিক উপন্যাসে রয়েছে তারই উত্তর।
পশ্চিমবঙ্গের একটি গঞ্জ শহর নবগ্রামে খুন হয়ে যায় মৌপিয়া হালদার। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা মণিরঞ্জন হালদারের কনিষ্ঠ কন্যা মৌপিয়ার খুন একটি বিশেষ কারণে ভ্রু কুঁচকে দেয় প্রশাসনের। মৌপিয়াকে খুনের পরে তার গুপ্তাঙ্গে তীক্ষ্ণ কোনো দণ্ড ঢুকিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ যেন ভয়ঙ্কর কোনো সাইকোপ্যাথ! তদন্তে নামেন পশ্চিমবঙ্গ পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের সাব-ইনস্পেক্টর দর্শনা বোস। তদন্তে ওঠে আসে অতীতের কিছু রুঢ় সত্য, যার উন্মোচনের সঙ্গে জড়িয়ে যায় গোয়েন্দার ব্যক্তিগত জীবনও। কার্যক্ষেত্রের বিভিন্ন লাল ফিতার ফাঁস অতিক্রম করে, নানা রাজনৈতিক প্রভাব থেকে নিজের তদন্ত পদ্ধতিকে মুক্ত রেখে দর্শনা কি পারবে আসল খুনি অবধি পৌঁছাতে? বৃশ্চিক উপন্যাসে রয়েছে তারই উত্তর।