আট শতাব্দীর বেশি সময় ধরে মওলানা রুমি বিস্মিত, মুগ্ধ আর মোহিত করে রেখেছেন যাবতীয় বিশ্বাস আর সব জমিনের মানুষকে। প্রেম আর মরমের সর্বজনীনতা তাঁর কবিতার বিষয়। প্রেম, নিবেদন, যাতনা আর প্রতীক্ষার সমাপতন রুমির কবিতা। সত্য কাকে বলে, সুন্দর কী—এই প্রশ্নের উত্তরে ‘মানুষ’ এসেছে মওলানার ভাবনায় অভূতপূর্ব গুরুত্ব নিয়ে। আজকের আত্মসর্বস্ব আর ভোগক্লান্ত জীবনদর্শনে বিচ্ছিন্ন মানুষের কাছে মওলানা রুমি ফিরে এসেছেন অন্য রকম কিছু বলবেন বলে।
আট শতাব্দীর বেশি সময় ধরে মওলানা রুমি বিস্মিত, মুগ্ধ আর মোহিত করে রেখেছেন যাবতীয় বিশ্বাস আর সব জমিনের মানুষকে। প্রেম আর মরমের সর্বজনীনতা তাঁর কবিতার বিষয়। প্রেম, নিবেদন, যাতনা আর প্রতীক্ষার সমাপতন রুমির কবিতা। সত্য কাকে বলে, সুন্দর কী—এই প্রশ্নের উত্তরে ‘মানুষ’ এসেছে মওলানার ভাবনায় অভূতপূর্ব গুরুত্ব নিয়ে। আজকের আত্মসর্বস্ব আর ভোগক্লান্ত জীবনদর্শনে বিচ্ছিন্ন মানুষের কাছে মওলানা রুমি ফিরে এসেছেন অন্য রকম কিছু বলবেন বলে।