গত প্রজন্মের এক ছিন্নমূল পরিবার এপার বঙ্গে এসে মফস্বলে থিতু। এখানে ভাড়া বাড়ি আছে, পাড়া আছে, গঙ্গার ঘাট আছে, আছে হৃদয়ে কাঁটাতারের দাগ নিয়ে জীবনের উদযাপন। আর? বাবার ইয়াশিকা ক্যামেরা। যে ধরে রাখে মুহূর্তকে। সেই মুহূর্ত আর স্মৃতি এবার বইয়ে।
গত প্রজন্মের এক ছিন্নমূল পরিবার এপার বঙ্গে এসে মফস্বলে থিতু। এখানে ভাড়া বাড়ি আছে, পাড়া আছে, গঙ্গার ঘাট আছে, আছে হৃদয়ে কাঁটাতারের দাগ নিয়ে জীবনের উদযাপন। আর? বাবার ইয়াশিকা ক্যামেরা। যে ধরে রাখে মুহূর্তকে। সেই মুহূর্ত আর স্মৃতি এবার বইয়ে।