অন্ধকারের গর্ভে জন্ম নিয়েছিল সে। তার মগজ চলে বিদ্যুৎগতিতে। মানুষ তার চোখ দেখলে ভয় পায়। লোকে এড়িয়ে চলে তাকে। তার ওপর পিশাচের ভর হয় নাকি, এমনই গুজব। মধ্যবিত্ত কলকাতার ছাপোষা ভিড়ভাট্টায় কোথাও মিশে আছে রোগা-পাতলা মেয়েটা। দূর থেকে দেখে তাকে মনে হতে পারে নিরীহ, কিন্তু সাবধান। সে আপনাকে দেখছে। আপনার ওপর নজর রাখছে আবেগহীন, বরফশীতল একজোড়া চোখ।
অন্ধকারের গর্ভে জন্ম নিয়েছিল সে। তার মগজ চলে বিদ্যুৎগতিতে। মানুষ তার চোখ দেখলে ভয় পায়। লোকে এড়িয়ে চলে তাকে। তার ওপর পিশাচের ভর হয় নাকি, এমনই গুজব। মধ্যবিত্ত কলকাতার ছাপোষা ভিড়ভাট্টায় কোথাও মিশে আছে রোগা-পাতলা মেয়েটা। দূর থেকে দেখে তাকে মনে হতে পারে নিরীহ, কিন্তু সাবধান। সে আপনাকে দেখছে। আপনার ওপর নজর রাখছে আবেগহীন, বরফশীতল একজোড়া চোখ।