তারিণীখুড়োর গল্প। অঢেল ধন সম্পদ শেঠ গঙ্গারামের। হীরে জহরতের কারবার। তাঁর একজন সেক্রেটারি দরকার। সেই সেক্রেটারি সারাদিন তাঁর কাজ করবে। সন্ধ্যায় তাঁর ছোট ছেলেকে পড়াবে। মহাবীর নাম সেই ছোট ছেলের। বিচ্ছু হিসাবে নাম তার। সবাইকে জ্বালিয়ে মারে। পড়ায় মন বসাতে পারে না। এই ছেলেটাকে পড়াতে হবে। মাস্টার মশাই প্রথমেই বুঝে গেলেন এর বাঁদরামি কমানোর চেষ্টা করার কোন মানেই হয় না। শুধু পড়াতে পারলেই হবে।
তারিণীখুড়োর গল্প। অঢেল ধন সম্পদ শেঠ গঙ্গারামের। হীরে জহরতের কারবার। তাঁর একজন সেক্রেটারি দরকার। সেই সেক্রেটারি সারাদিন তাঁর কাজ করবে। সন্ধ্যায় তাঁর ছোট ছেলেকে পড়াবে। মহাবীর নাম সেই ছোট ছেলের। বিচ্ছু হিসাবে নাম তার। সবাইকে জ্বালিয়ে মারে। পড়ায় মন বসাতে পারে না। এই ছেলেটাকে পড়াতে হবে। মাস্টার মশাই প্রথমেই বুঝে গেলেন এর বাঁদরামি কমানোর চেষ্টা করার কোন মানেই হয় না। শুধু পড়াতে পারলেই হবে।