‘আসমানে উইঠাছে চান, সেই চান তোমারও লাহান, চানের ওই মুখ চৌক্ষে দেইখা, মন হইলো আনচান, বাগানে ফুইটাছে ফুল, সেই ফুলে তোমারই ভুল, আমার গাঙ্গে ঢেউ উঠাইয়া, ভাঙ্গিলো দুই কুল, আকুল হইয়া সেই ঢেউয়েতে ঘর ভাইঙ্গাছি, ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি। শুধু আমি জাইনাছি, তোমার লাইগ্যা বন্ধু আমার মন বাইন্ধাছি।
‘আসমানে উইঠাছে চান, সেই চান তোমারও লাহান, চানের ওই মুখ চৌক্ষে দেইখা, মন হইলো আনচান, বাগানে ফুইটাছে ফুল, সেই ফুলে তোমারই ভুল, আমার গাঙ্গে ঢেউ উঠাইয়া, ভাঙ্গিলো দুই কুল, আকুল হইয়া সেই ঢেউয়েতে ঘর ভাইঙ্গাছি, ও বন্ধু, তোমার লগে আমি আমার মন বাইন্ধাছি। শুধু আমি জাইনাছি, তোমার লাইগ্যা বন্ধু আমার মন বাইন্ধাছি।