এই গ্রন্থের ভোজনরসিক লেখক নানা কিসিমের খাদ্য ও পানীয় নিয়ে রচনা করেছেন এক একটি স্মৃতিমেদুর রচনা। ব্যস্ত জীবনযাত্রার চাপে রসনার যে-সুখ থেকে আমরা বঞ্চিত, তারই কিছু সুখস্বাদ মনে ফিরিয়ে আনবে 'মহাভোজ রাজভোজ'। সরস ভঙ্গি ও রম্য গদ্যে রচিত, স্মৃতি উসকে দেওয়া এই বই ভোজনবিলাসী তো বটেই, সুখাদ্যসন্ধানী সকলের পক্ষেই অবশ্যপাঠ্য।
এই গ্রন্থের ভোজনরসিক লেখক নানা কিসিমের খাদ্য ও পানীয় নিয়ে রচনা করেছেন এক একটি স্মৃতিমেদুর রচনা। ব্যস্ত জীবনযাত্রার চাপে রসনার যে-সুখ থেকে আমরা বঞ্চিত, তারই কিছু সুখস্বাদ মনে ফিরিয়ে আনবে 'মহাভোজ রাজভোজ'। সরস ভঙ্গি ও রম্য গদ্যে রচিত, স্মৃতি উসকে দেওয়া এই বই ভোজনবিলাসী তো বটেই, সুখাদ্যসন্ধানী সকলের পক্ষেই অবশ্যপাঠ্য।