কাজের সন্ধানে গ্ৰাম থেকে শহরে নিষ্পাপ যুবক নবকুমার। তার পরিবর্তন ও এই শহরে মানিয়ে নেওয়া বা না নেওয়ার কাহিনি কলকাতায় নবকুমার। ২০০৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিমচন্দ্র পুরস্কারে সম্মানিত। কলকাতায় টালার জল পাল্টে দিল নবকুমারকে। তার সামনে সিনেমার নায়ক হবার হাতছানি। মায়ের দেহ শ্মশানে, বাবা শূন্য চোখে তাকিয়ে... নবকুমার অপেক্ষা করতে পারছে না! তার প্রথম সিনেমার প্রিমিয়ার শো, হলভরা দর্শক তার অপেক্ষায়। দ্বিতীয় সিকুয়েল ক্যালকাটায় নবকুমার শেষ হচ্ছে, শুরু হচ্ছে এক নবাগত ফিল্মস্টার নবকুমার-এর বর্ণময় জীবন।
কাজের সন্ধানে গ্ৰাম থেকে শহরে নিষ্পাপ যুবক নবকুমার। তার পরিবর্তন ও এই শহরে মানিয়ে নেওয়া বা না নেওয়ার কাহিনি কলকাতায় নবকুমার। ২০০৯ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্কিমচন্দ্র পুরস্কারে সম্মানিত। কলকাতায় টালার জল পাল্টে দিল নবকুমারকে। তার সামনে সিনেমার নায়ক হবার হাতছানি। মায়ের দেহ শ্মশানে, বাবা শূন্য চোখে তাকিয়ে... নবকুমার অপেক্ষা করতে পারছে না! তার প্রথম সিনেমার প্রিমিয়ার শো, হলভরা দর্শক তার অপেক্ষায়। দ্বিতীয় সিকুয়েল ক্যালকাটায় নবকুমার শেষ হচ্ছে, শুরু হচ্ছে এক নবাগত ফিল্মস্টার নবকুমার-এর বর্ণময় জীবন।