ফ্ল্যাপে লেখা কিছু কথা কড়া রোদ চারদিকে। বাতাস উষ্ণ। গেটের বাইরে প্রকাণ্ড শিমুল গাছের লাল লাল ফুল। বসন্তকালের লক্ষণ এই একটিই। সে একটা সিগারেট ধরিয়ে উদাস চোখে শিমুল গাছের দিকে তাকিয়ে রইল। অ্যাসিন্টেট জেলার সাহেব তাকে শম্ভুগঞ্জ পর্যন্ত রেলের একটি পাস এবং ত্রিশটি টাকা দিয়েছেন। এবং খুব ভদ্রভাবে বলেছেন, জহুর, ভালোমতো থাকবে। ছাড়া পাবার দিন সবাই খুব ভালো ব্যবহার করে। জহুর আমি ছ’বছর তিন মাস পর নীলগঞ্জের দিকে রওনা হলো। কড়া রোড। বাতাস উষ্ণ ও আর্দ্র। বসন্তকাল।
ফ্ল্যাপে লেখা কিছু কথা কড়া রোদ চারদিকে। বাতাস উষ্ণ। গেটের বাইরে প্রকাণ্ড শিমুল গাছের লাল লাল ফুল। বসন্তকালের লক্ষণ এই একটিই। সে একটা সিগারেট ধরিয়ে উদাস চোখে শিমুল গাছের দিকে তাকিয়ে রইল। অ্যাসিন্টেট জেলার সাহেব তাকে শম্ভুগঞ্জ পর্যন্ত রেলের একটি পাস এবং ত্রিশটি টাকা দিয়েছেন। এবং খুব ভদ্রভাবে বলেছেন, জহুর, ভালোমতো থাকবে। ছাড়া পাবার দিন সবাই খুব ভালো ব্যবহার করে। জহুর আমি ছ’বছর তিন মাস পর নীলগঞ্জের দিকে রওনা হলো। কড়া রোড। বাতাস উষ্ণ ও আর্দ্র। বসন্তকাল।