আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো?আর কতকাল?তারচেয়ে বরং এসো খোলা জানালায়।এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে।বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....
আর কতকাল পথ ভুল করে রাস্তায় হেঁটে বেড়াবে উদ্ভ্রান্তের মতো?আর কতকাল?তারচেয়ে বরং এসো খোলা জানালায়।এক ঝলক ঠান্ডা বাতাস এসে শীতল পরশ বুলিয়ে দেবে তোমার স্নিগ্ধ মুখটাতে।বাইরে চেয়ে দেখো ঝকঝকে রোদে ভেসে যাচ্ছে চারদিক, উঠোনকোণের পেয়ারা গাছটার পাতার আড়ালে মিষ্টি সুরে গান গেয়ে যাচ্ছে বুলবুলি, দূরের ঐ নীল আকাশে ডানা মেলেছে সোনালি ডানার চিল,হাতছানি দিয়ে ডাকছে তোমায়, যেন তুমি বেরিয়ে পড়ো মুক্ত বাতাসের খোঁজে.....