লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস উপনিবেশ তিন খণ্ডের রচনা। প্রথম খণ্ড বেরোয় ১৩৪৮-এ, ১৩৪৯-৫০ বঙ্গাব্দে এটি ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছিল। এর পটভূমি অবিভক্ত বঙ্গদেশের বার্মিজ সীমান্ত, প্রমত্ত মেঘনার চরইসমাইল। বিচিত্র প্রবণতায় বৈচিত্র্যময় চরিত্রের সমাবেশ ঘটেছে এখানে; হিন্দু-মুসলিম, সরকারি কর্মচারী, বার্মিজ-পর্তুগিজ – আগন্তুক বা স্থায়ী-অস্থায়ী বাসিন্দায় ভরপুর এ চর এলাকা। উপনিবেশের প্রথম খণ্ডে ভূমিকাসমেত পাঁচ খণ্ডের মৃত্তিকা-অংশের সঙ্গে যোগ হয়েছে ফসল-অংশের পাঁচ খণ্ড। ‘মৃত্তিকা’ ও ‘ফসল’ নামকরণে প্লটের ক্রমবৃদ্ধি তথা চরইসমাইলের স্বভাব-স্বতন্ত্র তুলে ধরা হয়েছে। বস্তুত, কাহিনির বীজ ও উত্থানেরও পর্যায় অধ্যায় দুটি। দ্বিতীয় খণ্ডে আছে ‘বিভ্রান্ত বসন্ত’ ও ‘চৈতালী’। তৃতীয় খণ্ড ‘সূর্য স্বপ্নে’ পরিসমাপ্ত।
লেখকের প্রথম প্রকাশিত উপন্যাস উপনিবেশ তিন খণ্ডের রচনা। প্রথম খণ্ড বেরোয় ১৩৪৮-এ, ১৩৪৯-৫০ বঙ্গাব্দে এটি ভারতবর্ষ পত্রিকায় বেরিয়েছিল। এর পটভূমি অবিভক্ত বঙ্গদেশের বার্মিজ সীমান্ত, প্রমত্ত মেঘনার চরইসমাইল। বিচিত্র প্রবণতায় বৈচিত্র্যময় চরিত্রের সমাবেশ ঘটেছে এখানে; হিন্দু-মুসলিম, সরকারি কর্মচারী, বার্মিজ-পর্তুগিজ – আগন্তুক বা স্থায়ী-অস্থায়ী বাসিন্দায় ভরপুর এ চর এলাকা। উপনিবেশের প্রথম খণ্ডে ভূমিকাসমেত পাঁচ খণ্ডের মৃত্তিকা-অংশের সঙ্গে যোগ হয়েছে ফসল-অংশের পাঁচ খণ্ড। ‘মৃত্তিকা’ ও ‘ফসল’ নামকরণে প্লটের ক্রমবৃদ্ধি তথা চরইসমাইলের স্বভাব-স্বতন্ত্র তুলে ধরা হয়েছে। বস্তুত, কাহিনির বীজ ও উত্থানেরও পর্যায় অধ্যায় দুটি। দ্বিতীয় খণ্ডে আছে ‘বিভ্রান্ত বসন্ত’ ও ‘চৈতালী’। তৃতীয় খণ্ড ‘সূর্য স্বপ্নে’ পরিসমাপ্ত।