ঐতিহ্যপূর্ণ প্রাচীন জনপদ দেউলপুর। কলকাতা থেকে খুব দূরে নয়, শান্ত গঞ্জ এলাকা। এখানেই বড় হওয়া মেধাবী ছাত্র নীলার্ক আড়াই বছর পর আমেরিকা থেকে বাড়ি ফেরে ছুটি কাটাতে। দেউলপুরের বাতাসে তখন ভাসছে তাদের পরিবারের কেচ্ছা। লোকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে একটি অশ্লীল ভিডিও ক্লিপিংস, যেখানে দেখা যাচ্ছে নীলার্কর পরিবারের এক সদস্যকে। এটা কি প্রযুক্তির কারসাজি, না কি সত্যিই নীলার্কদের বাড়র মহিলাটির অংশগ্রহণ করেছিল ওই নীলছবিতে? কারাই বা ছড়াল ওই ভিডিও ফুটেজ? সাইবার ক্রাইমের নিপুণ ছোবল যে বিপন্নতা তৈরি করে, তারই বাস্তব চিত্র ‘বটতলা’ উপন্যাসে। নীলার্কদের চ্যাটার্জি পরিবার কি ফিরে পাবে হৃত সম্মান? সবকিছুর সাক্ষী থাকে দেউলপুরের ক্ষীনতোয়া সরস্বতী।
ঐতিহ্যপূর্ণ প্রাচীন জনপদ দেউলপুর। কলকাতা থেকে খুব দূরে নয়, শান্ত গঞ্জ এলাকা। এখানেই বড় হওয়া মেধাবী ছাত্র নীলার্ক আড়াই বছর পর আমেরিকা থেকে বাড়ি ফেরে ছুটি কাটাতে। দেউলপুরের বাতাসে তখন ভাসছে তাদের পরিবারের কেচ্ছা। লোকের মোবাইলে ঘুরে বেড়াচ্ছে একটি অশ্লীল ভিডিও ক্লিপিংস, যেখানে দেখা যাচ্ছে নীলার্কর পরিবারের এক সদস্যকে। এটা কি প্রযুক্তির কারসাজি, না কি সত্যিই নীলার্কদের বাড়র মহিলাটির অংশগ্রহণ করেছিল ওই নীলছবিতে? কারাই বা ছড়াল ওই ভিডিও ফুটেজ? সাইবার ক্রাইমের নিপুণ ছোবল যে বিপন্নতা তৈরি করে, তারই বাস্তব চিত্র ‘বটতলা’ উপন্যাসে। নীলার্কদের চ্যাটার্জি পরিবার কি ফিরে পাবে হৃত সম্মান? সবকিছুর সাক্ষী থাকে দেউলপুরের ক্ষীনতোয়া সরস্বতী।