সফুর শেখ তার বাঁ'হাতটি উঁচু করে আকাশের দিকে তাক করেন - সন্ধ্যার ঘোর লাগা আকাশের পূর্বদিক থেকে এক বিশাল পাখি পশ্চিমে উড়ে যাচ্ছে, যেন তার নিঃসঙ্গ ডানা জোড়ার অসীমে ঢাকা পড়েছে আকাশের বিশাল প্রান্তর। পাখিটি এত বড় শরীরের অধিকারী কীভাবে হলো?
'ওই পাখিটারে দেখ কামরুল, কী বিশাল তার গা। আমি খুব ছোটবেলা থেকে ওরে এই মাগরিবের অক্তে পূব থেকে পশ্চিমে উইড়ে যাতি দেখি জানিস? ও চিরদিন একলা, কখনও কোনো সঙ্গী ছিল না ওর।'
বহুদূরে উড়ে যাবার পরেও পাখিটির বিপুলতা কামরুলকে বিস্ময়ে অভিভূত করেছিলো সেদিন। অবাক কন্ঠে সে প্রশ্ন করেছিল, 'মানুষের চেয়েও বড় পাখি তাহলে দুনিয়াতে আছে কাকা?'
সফুর শেখ তার বাঁ'হাতটি উঁচু করে আকাশের দিকে তাক করেন - সন্ধ্যার ঘোর লাগা আকাশের পূর্বদিক থেকে এক বিশাল পাখি পশ্চিমে উড়ে যাচ্ছে, যেন তার নিঃসঙ্গ ডানা জোড়ার অসীমে ঢাকা পড়েছে আকাশের বিশাল প্রান্তর। পাখিটি এত বড় শরীরের অধিকারী কীভাবে হলো?
'ওই পাখিটারে দেখ কামরুল, কী বিশাল তার গা। আমি খুব ছোটবেলা থেকে ওরে এই মাগরিবের অক্তে পূব থেকে পশ্চিমে উইড়ে যাতি দেখি জানিস? ও চিরদিন একলা, কখনও কোনো সঙ্গী ছিল না ওর।'
বহুদূরে উড়ে যাবার পরেও পাখিটির বিপুলতা কামরুলকে বিস্ময়ে অভিভূত করেছিলো সেদিন। অবাক কন্ঠে সে প্রশ্ন করেছিল, 'মানুষের চেয়েও বড় পাখি তাহলে দুনিয়াতে আছে কাকা?'