কি? জীবনবীমার টাকাগুলো চাই-ই বুঝি তোমার? পারবে তুমি আত্মহত্যাকে খুন হিসেবে প্রমাণ করতে? সে খুনের দায় তোমার নিজের কাঁধে চাপবে না তো? যদি বাঁচতে চাও, পপি, লোভাতুর ওই শ্যেনদৃষ্টি সরিয়ে নাও তোমার স্বামীর টাকা আর আমার ব্যায়াম-পুষ্ট দেহের উপর থেকে। লোভ কোরো না পপি- লোভে পাপ হবে, পাপে মৃত্যু!
কি? জীবনবীমার টাকাগুলো চাই-ই বুঝি তোমার? পারবে তুমি আত্মহত্যাকে খুন হিসেবে প্রমাণ করতে? সে খুনের দায় তোমার নিজের কাঁধে চাপবে না তো? যদি বাঁচতে চাও, পপি, লোভাতুর ওই শ্যেনদৃষ্টি সরিয়ে নাও তোমার স্বামীর টাকা আর আমার ব্যায়াম-পুষ্ট দেহের উপর থেকে। লোভ কোরো না পপি- লোভে পাপ হবে, পাপে মৃত্যু!