বড় মানুষের বাড়ির আয়া কমলা নস্কর নিরুদ্দেশ হওয়ার তদন্তের সূত্রে মল্লিক বাড়িতে প্রবেশ ঘটে বেসরকারি গোয়েন্দা দীপেন ঠাকুর ও তার বন্ধু বিজিত রায়ের। বনেদি মল্লিক পরিবারকে কেন্দ্র করে ঘটতে থাকে একের পর এক ঘটনাও অঘটন। দীপেন ও বিজুর সঙ্গে পরিচয় হয় বিভিন্ন ব্যক্তিত্বের অধিকারী মানুষজনের। ঘটনাক্রম বিচিত্র অপরাধের আভাস বয়ে আনে। একটি রহস্যের অন্ধকার ঘনীভূত হয় আরও বহু রহস্যের ছায়ায়। শহরের মাফিয়া গোষ্ঠীর চেনা নাম ও অজানা মুখেরনে তার অস্তিত্ব আশেপাশেই অনুভব করে দীপেন এবং পুলিশ ইনস্পেক্টর উত্তম পাত্র। বিভিন্ন অপরাধের সঙ্গেই মিলেমিশে থাকে সম্পর্কের সামাজিক জটিলতা। ভালবাসার পাশটিতেই অবস্থান করে ঘৃণা। বিশ্বাসের আড়ালেই কোথাও লুকিয়ে থাকে অবিশ্বাস। বন্ধুত্ব আর শত্রুতার সীমানায় গাঢ় রঙের মিশ্রণ অনুভূতিকে আচ্ছন্ন করে রাখে। করুণাকে ঘাতকের মতো অনুসরণ করেই যেন হঠাৎ হাজির হয় নিষ্ঠুরতা। নিঃশর্ত ও যুক্তিহীন প্রেমের কাছ ঘেঁষে হিসাব কষে চাওয়া-পাওয়া। বিজুরও সন্দেহ হয়, জীবনের মতো জটিল এই রহস্যের কিনারা কি করে উঠতে পারবে বন্ধু দীপেন? ‘গজপতি নিবাস রহস্য’ এক তীব্র গতির উপন্যাস, যা পাঠককে আবিষ্ট করে রাখে শেষাবধি।
বড় মানুষের বাড়ির আয়া কমলা নস্কর নিরুদ্দেশ হওয়ার তদন্তের সূত্রে মল্লিক বাড়িতে প্রবেশ ঘটে বেসরকারি গোয়েন্দা দীপেন ঠাকুর ও তার বন্ধু বিজিত রায়ের। বনেদি মল্লিক পরিবারকে কেন্দ্র করে ঘটতে থাকে একের পর এক ঘটনাও অঘটন। দীপেন ও বিজুর সঙ্গে পরিচয় হয় বিভিন্ন ব্যক্তিত্বের অধিকারী মানুষজনের। ঘটনাক্রম বিচিত্র অপরাধের আভাস বয়ে আনে। একটি রহস্যের অন্ধকার ঘনীভূত হয় আরও বহু রহস্যের ছায়ায়। শহরের মাফিয়া গোষ্ঠীর চেনা নাম ও অজানা মুখেরনে তার অস্তিত্ব আশেপাশেই অনুভব করে দীপেন এবং পুলিশ ইনস্পেক্টর উত্তম পাত্র। বিভিন্ন অপরাধের সঙ্গেই মিলেমিশে থাকে সম্পর্কের সামাজিক জটিলতা। ভালবাসার পাশটিতেই অবস্থান করে ঘৃণা। বিশ্বাসের আড়ালেই কোথাও লুকিয়ে থাকে অবিশ্বাস। বন্ধুত্ব আর শত্রুতার সীমানায় গাঢ় রঙের মিশ্রণ অনুভূতিকে আচ্ছন্ন করে রাখে। করুণাকে ঘাতকের মতো অনুসরণ করেই যেন হঠাৎ হাজির হয় নিষ্ঠুরতা। নিঃশর্ত ও যুক্তিহীন প্রেমের কাছ ঘেঁষে হিসাব কষে চাওয়া-পাওয়া। বিজুরও সন্দেহ হয়, জীবনের মতো জটিল এই রহস্যের কিনারা কি করে উঠতে পারবে বন্ধু দীপেন? ‘গজপতি নিবাস রহস্য’ এক তীব্র গতির উপন্যাস, যা পাঠককে আবিষ্ট করে রাখে শেষাবধি।