ভারতবর্ষ ও ওয়ারিস্তান। সদা বিবাদমান দুই প্রতিবেশী রাষ্ট্র। ওয়ারিস্তানের ভাবী প্রধানমন্ত্রী, টেররিষ্ট রাজু মন্ডলের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা করতে হলে, তাকে আসতে হবে ভারতবর্ষে। ট্রান্সপ্ল্যান্টের জন্যে নেওয়া হবে প্রথমা লাহিড়ির হৃদয়। কার্ডিয়াক সার্জারি করবেন ডক্টর লুসি লাহিড়ি। ২ অক্টোবর, গান্ধিজির জন্মদিনে, রাজু ভারতে পা রাখল। আর সেইদিনই ওয়ারিস্তান সরকারের দখল নিল সেখানকার আর্মি। এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ভারতের প্রধানমন্ত্রী, পঙজাব দা পুত্তর হরভজন সিং এবং বাঙালি রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জি কি পারবেন এই যুদ্ধ ঠেকাতে ? … ভারতের এক নম্বর শত্রু রাজুকে বাঁচাতে গিয়ে প্রথমা কি মরে যাবে ? … কে এই প্রথমা ?... ডক্টর লুসি লাহিড়ি কি ওয়ারিস্তানের এজেন্ট ? … মেঘের আড়াল থেকে আর কে ষড়যন্ত্রের জাল বুনছে ? উত্তর পেতে গেলে সাই-ফাই থ্রিলার ‘অপারেশন ওয়ারিস্তান’ – এর শেষ পাতা পর্যন্ত পড়তেই হবে।
ভারতবর্ষ ও ওয়ারিস্তান। সদা বিবাদমান দুই প্রতিবেশী রাষ্ট্র। ওয়ারিস্তানের ভাবী প্রধানমন্ত্রী, টেররিষ্ট রাজু মন্ডলের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, সেটা করতে হলে, তাকে আসতে হবে ভারতবর্ষে। ট্রান্সপ্ল্যান্টের জন্যে নেওয়া হবে প্রথমা লাহিড়ির হৃদয়। কার্ডিয়াক সার্জারি করবেন ডক্টর লুসি লাহিড়ি। ২ অক্টোবর, গান্ধিজির জন্মদিনে, রাজু ভারতে পা রাখল। আর সেইদিনই ওয়ারিস্তান সরকারের দখল নিল সেখানকার আর্মি। এবং ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। ভারতের প্রধানমন্ত্রী, পঙজাব দা পুত্তর হরভজন সিং এবং বাঙালি রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জি কি পারবেন এই যুদ্ধ ঠেকাতে ? … ভারতের এক নম্বর শত্রু রাজুকে বাঁচাতে গিয়ে প্রথমা কি মরে যাবে ? … কে এই প্রথমা ?... ডক্টর লুসি লাহিড়ি কি ওয়ারিস্তানের এজেন্ট ? … মেঘের আড়াল থেকে আর কে ষড়যন্ত্রের জাল বুনছে ? উত্তর পেতে গেলে সাই-ফাই থ্রিলার ‘অপারেশন ওয়ারিস্তান’ – এর শেষ পাতা পর্যন্ত পড়তেই হবে।