মাতাল এক লোকের কথায় বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুকিয়ে রাখা জার্মানদের গুপ্তধন উদ্ধারে চলল রানা। সঙ্গে আছে জাতযোদ্ধা লার্দো, রহস্যময়ী মোনিকা আর মাতাল পেপিনো। শুরুতেই টের পেল রানা, বিশ্বাঘাতক রয়েছে কেউ। গোদের উপর বিষফোঁড়ার মতো প্রথম থেকেই ওদের পিছনে লাগল চতুর আর্মস ডিলার ভিনসেন্ট গগল। কি চায় সে? রানা কি পারবে তার শ্যেনদৃষ্টিকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সোনা বিক্রি করতে? শেষপর্যন্ত কে জিতবে এই কূটবুদ্ধির খেলায়?
মাতাল এক লোকের কথায় বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুকিয়ে রাখা জার্মানদের গুপ্তধন উদ্ধারে চলল রানা। সঙ্গে আছে জাতযোদ্ধা লার্দো, রহস্যময়ী মোনিকা আর মাতাল পেপিনো। শুরুতেই টের পেল রানা, বিশ্বাঘাতক রয়েছে কেউ। গোদের উপর বিষফোঁড়ার মতো প্রথম থেকেই ওদের পিছনে লাগল চতুর আর্মস ডিলার ভিনসেন্ট গগল। কি চায় সে? রানা কি পারবে তার শ্যেনদৃষ্টিকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে সোনা বিক্রি করতে? শেষপর্যন্ত কে জিতবে এই কূটবুদ্ধির খেলায়?