পৃথিবীর শেষ কোথায়, পৃথিবীর চারধারে কী আছে, চাঁদ আর তারা - এরা কি অনেক দূরে, তারাগুলো এত সুন্দর কেন, বল কেন মাটিতে এসে পড়ে, গ্রীষ্মকালে সূর্যের তাপ কেন বেশি হয়, চাঁদ কেন একটা ফালির মতো দেখায় বা পৃথিবীর বাইরে আর কী কী জগৎ আছে- এই রকম নানা কথা তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে হয়।
এই সব প্রশ্নের এবং এছাড়াও আরও বহু প্রশ্নের উত্তর তোমরা পাবে এই বইতে।
পৃথিবীর শেষ কোথায়, পৃথিবীর চারধারে কী আছে, চাঁদ আর তারা - এরা কি অনেক দূরে, তারাগুলো এত সুন্দর কেন, বল কেন মাটিতে এসে পড়ে, গ্রীষ্মকালে সূর্যের তাপ কেন বেশি হয়, চাঁদ কেন একটা ফালির মতো দেখায় বা পৃথিবীর বাইরে আর কী কী জগৎ আছে- এই রকম নানা কথা তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে হয়।
এই সব প্রশ্নের এবং এছাড়াও আরও বহু প্রশ্নের উত্তর তোমরা পাবে এই বইতে।