টেক্সাস রেঞ্জার হিসেবে জন ক্যালকিনের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। উইন্ডি শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিং ব্লেযার। সে যা বলছে তাই এখানে আইন। কারো সাহস নেই রুখে দাঁড়ানোর। ব্যতিক্রম শুধু পার্কাররা। বংশ পরম্পরায় দুই পরিবারের শত্রুতা এমন এক পর্যায়ে এসেছে যে প্রায় নির্বংশ হতে চলেছে পার্কাররা। উইন্ডিতে পৌঁছানোর আগেই জনের সামনে খুন হয়ে গেল বুড়ো পার্কারের একমাত্র ছেলে জ্যাক পার্কার। পার্কার বংশের শেষ বাতি। প্রবল প্রতিদ্বন্দ্বী ব্লেয়াররা চার ভাই তো আছেই, তাদের সঙ্গে রয়েছে অন্তত বিশজন বেপরোয়া ও মারদাঙ্গা ক্রু। গরু দাবড়ানোর চেয়ে বরং মারপিট আর গোলাগুলি ভাল জানে এরা। মরার উপর খাঁড়ার ঘা হিসাবে আছে শেরিফ জেরেমি সিস্টো, ব্লেয়ারদের প্রতি যার প্রশ্নাতীত আনুগত্য। একটা পক্ষ তো নিতে হবেই। স্বভাবতই, দুর্বলের পক্ষ বেছে নিল জন। এবার শুরু হল ষড়যন্ত্র, হানাহানি আর বিশ্বাসঘাতকতার খেলা। কিং ব্লেযারও বুঝে গেছে কে আসল শত্রু। তাই ঘোষনা করলঃ যে কোন মূল্যে বিনাশ করতে হবে জন ক্যালকিনকে।
টেক্সাস রেঞ্জার হিসেবে জন ক্যালকিনের প্রথম অ্যাসাইনমেন্ট এটি। উইন্ডি শহরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে কিং ব্লেযার। সে যা বলছে তাই এখানে আইন। কারো সাহস নেই রুখে দাঁড়ানোর। ব্যতিক্রম শুধু পার্কাররা। বংশ পরম্পরায় দুই পরিবারের শত্রুতা এমন এক পর্যায়ে এসেছে যে প্রায় নির্বংশ হতে চলেছে পার্কাররা। উইন্ডিতে পৌঁছানোর আগেই জনের সামনে খুন হয়ে গেল বুড়ো পার্কারের একমাত্র ছেলে জ্যাক পার্কার। পার্কার বংশের শেষ বাতি। প্রবল প্রতিদ্বন্দ্বী ব্লেয়াররা চার ভাই তো আছেই, তাদের সঙ্গে রয়েছে অন্তত বিশজন বেপরোয়া ও মারদাঙ্গা ক্রু। গরু দাবড়ানোর চেয়ে বরং মারপিট আর গোলাগুলি ভাল জানে এরা। মরার উপর খাঁড়ার ঘা হিসাবে আছে শেরিফ জেরেমি সিস্টো, ব্লেয়ারদের প্রতি যার প্রশ্নাতীত আনুগত্য। একটা পক্ষ তো নিতে হবেই। স্বভাবতই, দুর্বলের পক্ষ বেছে নিল জন। এবার শুরু হল ষড়যন্ত্র, হানাহানি আর বিশ্বাসঘাতকতার খেলা। কিং ব্লেযারও বুঝে গেছে কে আসল শত্রু। তাই ঘোষনা করলঃ যে কোন মূল্যে বিনাশ করতে হবে জন ক্যালকিনকে।