টুপু ছেলেটি একটু ভিন্ন ধাতের, কল্পনাপ্রবণ, চোখে দেখতে পায় শব্দের রঙ। বিদঘুটে শখের ছোটো মামার সঙ্গে বেরিয়ে পড়েছে পাহাড়ঘেরা অরণ্যভূমির উদ্দেশ্যে। তারপর জড়িয়ে পড়ে একের পর এক রুদ্ধশ্বাস নানা ঘটনায় - একদিকে লুটেরা স্ট্যানলির দল, আর দিকে রয়েছে বুদ্ধিদীপ্ত বালক চিক্কো ও কুশল। এই অ্যাডভেঞ্চার কাহিনীর পরতে পরতে ছড়িয়ে আছে পাহাড়, অরণ্য ও প্রকৃতির কথা। সব মিলিয়ে ঝলমলে ভাষায় অসাধারণ এক কাহিনী শুনিয়েছেন মাহমুদুল হক, আমাদের কালের শক্তিমান লেখক।
টুপু ছেলেটি একটু ভিন্ন ধাতের, কল্পনাপ্রবণ, চোখে দেখতে পায় শব্দের রঙ। বিদঘুটে শখের ছোটো মামার সঙ্গে বেরিয়ে পড়েছে পাহাড়ঘেরা অরণ্যভূমির উদ্দেশ্যে। তারপর জড়িয়ে পড়ে একের পর এক রুদ্ধশ্বাস নানা ঘটনায় - একদিকে লুটেরা স্ট্যানলির দল, আর দিকে রয়েছে বুদ্ধিদীপ্ত বালক চিক্কো ও কুশল। এই অ্যাডভেঞ্চার কাহিনীর পরতে পরতে ছড়িয়ে আছে পাহাড়, অরণ্য ও প্রকৃতির কথা। সব মিলিয়ে ঝলমলে ভাষায় অসাধারণ এক কাহিনী শুনিয়েছেন মাহমুদুল হক, আমাদের কালের শক্তিমান লেখক।