প্রিয় দুটো পোষা শুশুক হারিয়ে ভীষণ মনোকষ্টে আছেন অয়ন-জিমির হিস্ট্রি টীচার মিসেস কারস্টেন। প্রিয় শিক্ষিকার দুরবস্থা দেখে চুপ করে বসে থাকতে পারল না দু’বন্ধু। নেমে পড়ল শুশুক উদ্ধার অভিযানে। কিন্তু তলে তলে যে এত কাণ্ড কে জানত! হারানো দুই শুশুক ওদের টেনে নিয়ে গেল আমেরিকার সমুদ্রসীমার বাইরে। যেখানে অপেক্ষা করছে একটা বিদেশি জাহাজ, আর তাতে ক্রু’র ছদ্মবেশে লুকিয়ে আছে একদল ভয়ঙ্কর লোক! না বুঝে সিংহের খাঁচায় পা দিল ওরা। অয়ন পড়ল হাঙরের মুখে!
প্রিয় দুটো পোষা শুশুক হারিয়ে ভীষণ মনোকষ্টে আছেন অয়ন-জিমির হিস্ট্রি টীচার মিসেস কারস্টেন। প্রিয় শিক্ষিকার দুরবস্থা দেখে চুপ করে বসে থাকতে পারল না দু’বন্ধু। নেমে পড়ল শুশুক উদ্ধার অভিযানে। কিন্তু তলে তলে যে এত কাণ্ড কে জানত! হারানো দুই শুশুক ওদের টেনে নিয়ে গেল আমেরিকার সমুদ্রসীমার বাইরে। যেখানে অপেক্ষা করছে একটা বিদেশি জাহাজ, আর তাতে ক্রু’র ছদ্মবেশে লুকিয়ে আছে একদল ভয়ঙ্কর লোক! না বুঝে সিংহের খাঁচায় পা দিল ওরা। অয়ন পড়ল হাঙরের মুখে!