এখন ভিজুয়ালের যুগ। কোনো লেখা পড়ার চেয়ে ছবি বা ভিডিও আমাদের বেশি আকর্ষণ করে। আর বাচ্চাদের কাছে তো সব সময়ই ভিজুয়ালের আবেদন বেশি। সেদিক থেকে কমিকস সব সময়ই বেশ শক্তিশালী একটা মাধ্যম। কিশোর আলোর পাঠকদের কাছে যখন আমরা জানতে চাই তোমরা কী চাও? ওরা একবাক্যে উত্তর দেয়—কমিকস। সে জন্য সব সময়ই কিশোর আলোর একটা গুরুত্বপূর্ণ অংশ কমিকস।
কিশোর আলোর শুরু থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চেয়েছি আমরা। মুক্তিযুদ্ধের গল্প ছেপেছি। ছেপেছি মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হলো মুক্তিযুদ্ধের কমিকস প্রকাশ। কিশোর আলোতে মুক্তিযুদ্ধের কমিকস প্রকাশ করতে চেয়েছি আমরা। কমিকসে সাত বীরশ্রেষ্ঠর গল্প তুলে আনা সেটারই অংশ। বীরশ্রেষ্ঠদের গল্প আমরা সবাই জানি। পাঠ্যবইয়ে আছে তাঁদের কথা। তবু পরিচিত এই গল্পগুলো বারবার শুনতে ভালো লাগে আমাদের। কিশোর আলোতে সেই পরিচিত গল্পগুলোকে আমরা প্রকাশ করেছি কমিকস আকারে। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৭ জন বীরশ্রেষ্ঠকে নিয়ে ৭টি কমিকস প্রকাশ করেছে কিশোর আলো। কমিকসগুলো আঁকা ও লেখার সঙ্গে যুক্ত ছিলেন মেহেদী হক, সব্যসাচী মিস্ত্রী, আসিফ, আরাফাত করিম ও আদনান মুকিত। তাঁদেরকে ধন্যবাদ।
দীর্ঘদিন পর কিশোর আলোর এই কমিকসগুলো বই আকারে প্রকাশ করছে ঢাকা কমিকস। এ জন্য ঢাকা কমিকসের কর্ণধার মেহেদী হককে ধন্যবাদ। অনেকগুলো কমিকসই তাঁর আঁকা। সাত বীরশ্রেষ্ঠের গল্প দুই মলাটে পেয়ে নিশ্চয়ই পাঠকদের ভালো লাগবে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে আরও কমিকস করব।
এখন ভিজুয়ালের যুগ। কোনো লেখা পড়ার চেয়ে ছবি বা ভিডিও আমাদের বেশি আকর্ষণ করে। আর বাচ্চাদের কাছে তো সব সময়ই ভিজুয়ালের আবেদন বেশি। সেদিক থেকে কমিকস সব সময়ই বেশ শক্তিশালী একটা মাধ্যম। কিশোর আলোর পাঠকদের কাছে যখন আমরা জানতে চাই তোমরা কী চাও? ওরা একবাক্যে উত্তর দেয়—কমিকস। সে জন্য সব সময়ই কিশোর আলোর একটা গুরুত্বপূর্ণ অংশ কমিকস।
কিশোর আলোর শুরু থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে চেয়েছি আমরা। মুক্তিযুদ্ধের গল্প ছেপেছি। ছেপেছি মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার। আরেকটা কাজ আমরা করেছি, সেটা হলো মুক্তিযুদ্ধের কমিকস প্রকাশ। কিশোর আলোতে মুক্তিযুদ্ধের কমিকস প্রকাশ করতে চেয়েছি আমরা। কমিকসে সাত বীরশ্রেষ্ঠর গল্প তুলে আনা সেটারই অংশ। বীরশ্রেষ্ঠদের গল্প আমরা সবাই জানি। পাঠ্যবইয়ে আছে তাঁদের কথা। তবু পরিচিত এই গল্পগুলো বারবার শুনতে ভালো লাগে আমাদের। কিশোর আলোতে সেই পরিচিত গল্পগুলোকে আমরা প্রকাশ করেছি কমিকস আকারে। ২০১৫ সাল থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ৭ জন বীরশ্রেষ্ঠকে নিয়ে ৭টি কমিকস প্রকাশ করেছে কিশোর আলো। কমিকসগুলো আঁকা ও লেখার সঙ্গে যুক্ত ছিলেন মেহেদী হক, সব্যসাচী মিস্ত্রী, আসিফ, আরাফাত করিম ও আদনান মুকিত। তাঁদেরকে ধন্যবাদ।
দীর্ঘদিন পর কিশোর আলোর এই কমিকসগুলো বই আকারে প্রকাশ করছে ঢাকা কমিকস। এ জন্য ঢাকা কমিকসের কর্ণধার মেহেদী হককে ধন্যবাদ। অনেকগুলো কমিকসই তাঁর আঁকা। সাত বীরশ্রেষ্ঠের গল্প দুই মলাটে পেয়ে নিশ্চয়ই পাঠকদের ভালো লাগবে। ভবিষ্যতেও আমরা একসঙ্গে আরও কমিকস করব।