একটা জেব্রা ক্রসিং মনে করিয়ে দেয় আমাদের জীবনটা আসলে ডোরাকাটা। সে কাটার ভাজে পুলি পিঠায় নারিকেলের মত মুড়িয়ে থাকা সুখ এবং ক্লান্তি পর্যায়ক্রমে জায়গাবদল করে মাত্র। অথচ আমরা চেয়েছিলাম কর্পূরের মত সফেদ একটা গাজেবো। পাখির পালকে গড়া নরম পর্দা সারাক্ষণ উড়ে বেড়াবে সেখানে, ক্লান্তি ওদের ছুঁতে পারবে না। আমরা হাতড়ে বেড়াবো সাদা রঙ এর সমস্ত স্তরে যেখানে থরে থরে সাজানো থাকবে শ্বেতশুভ্র বাগানের গোলাপ। ভ্রমরের গুঞ্জনে বিমোহিত হবে দূর থেকে উড়তে থাকা চিল এবং সাগরের সুর বয়ে আনা আলবাট্রস এর দল। অন্যদিকে বিলাপে তন্ময়রত পাহাড়ের গুহা, ঈর্ষায় পীড়িত সমস্ত শ্বাপদসংকুল। এ যেন এক কঠিন ষড়যন্ত্র । মানুষ হয়ে জন্মাবার সৌকর্য বয়ে বেড়াতে হবে মানুষেরই। অতঃপর নিখাঁদ স্বর্ণের মত উজ্জ্বল আলোর স্পর্শ পেয়ে আদিম কোন ঝর্ণার শব্দে ঘুম ভেঙে যাবে আমাদের। পার হবো একটা জেব্রা ক্রসিং, কেটে যাবে তুলোর মত একটা নরম জীবন। ব্যস...
একটা জেব্রা ক্রসিং মনে করিয়ে দেয় আমাদের জীবনটা আসলে ডোরাকাটা। সে কাটার ভাজে পুলি পিঠায় নারিকেলের মত মুড়িয়ে থাকা সুখ এবং ক্লান্তি পর্যায়ক্রমে জায়গাবদল করে মাত্র। অথচ আমরা চেয়েছিলাম কর্পূরের মত সফেদ একটা গাজেবো। পাখির পালকে গড়া নরম পর্দা সারাক্ষণ উড়ে বেড়াবে সেখানে, ক্লান্তি ওদের ছুঁতে পারবে না। আমরা হাতড়ে বেড়াবো সাদা রঙ এর সমস্ত স্তরে যেখানে থরে থরে সাজানো থাকবে শ্বেতশুভ্র বাগানের গোলাপ। ভ্রমরের গুঞ্জনে বিমোহিত হবে দূর থেকে উড়তে থাকা চিল এবং সাগরের সুর বয়ে আনা আলবাট্রস এর দল। অন্যদিকে বিলাপে তন্ময়রত পাহাড়ের গুহা, ঈর্ষায় পীড়িত সমস্ত শ্বাপদসংকুল। এ যেন এক কঠিন ষড়যন্ত্র । মানুষ হয়ে জন্মাবার সৌকর্য বয়ে বেড়াতে হবে মানুষেরই। অতঃপর নিখাঁদ স্বর্ণের মত উজ্জ্বল আলোর স্পর্শ পেয়ে আদিম কোন ঝর্ণার শব্দে ঘুম ভেঙে যাবে আমাদের। পার হবো একটা জেব্রা ক্রসিং, কেটে যাবে তুলোর মত একটা নরম জীবন। ব্যস...