অধিকাংশ লোকেরই যে দার্জিলিঙে গিয়া বেশ ভালো লাগে, তাহা আমার আর পরিশ্রম করিয়া না বলিলেও চলে। লোকে সাধারণত দার্জিলিংকে একটা সুন্দর স্থান বলিয়াই জানে। দার্জিলিঙের সৌন্দর্যের প্রধান কারণ দুইটি। পর্বত আর মেঘ। সেখানকার মেঘের খেলা অতি চমৎকার। আমাদের নিচু জায়গায় বাস, মেঘকে হাতের কাছে পাওয়া আমাদের ভাগ্যে ঘটে না। আর সেখানে বলিতে গেলে মেঘেরই রাজ্য। সেখানকার লোকেরা মেঘের ভিতরই বাস করে। শিল্পী দেবাশীষ দেব-এর ১৯৮০ থেকে শুরু করে ২০২৪, প্রায় সাড়ে চার দশক ধরে আঁকা দার্জিলিং সাদাকালো স্কেচ সঙ্গে দার্জিলিং এর গল্প
অধিকাংশ লোকেরই যে দার্জিলিঙে গিয়া বেশ ভালো লাগে, তাহা আমার আর পরিশ্রম করিয়া না বলিলেও চলে। লোকে সাধারণত দার্জিলিংকে একটা সুন্দর স্থান বলিয়াই জানে। দার্জিলিঙের সৌন্দর্যের প্রধান কারণ দুইটি। পর্বত আর মেঘ। সেখানকার মেঘের খেলা অতি চমৎকার। আমাদের নিচু জায়গায় বাস, মেঘকে হাতের কাছে পাওয়া আমাদের ভাগ্যে ঘটে না। আর সেখানে বলিতে গেলে মেঘেরই রাজ্য। সেখানকার লোকেরা মেঘের ভিতরই বাস করে। শিল্পী দেবাশীষ দেব-এর ১৯৮০ থেকে শুরু করে ২০২৪, প্রায় সাড়ে চার দশক ধরে আঁকা দার্জিলিং সাদাকালো স্কেচ সঙ্গে দার্জিলিং এর গল্প