সাইলেন্ট কিলার’ একটি রহস্য উপন্যাস। এ উপন্যাসে মৃত্যু এসেছে নিঃশব্দে, আর নিশ্চুপ ঘাতক ধীরে ধীরে তার জাল বিস্তার করে মানুষকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দোর গোড়ায়। রক্তপাত নয়, এ মৃত্যু এসেছে ভয়ংকর নেশার হাত ধরে। নারকোটিক্স বা ড্রাগস স্কুল স্টুডেন্ট থেকে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কীভাবে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র, সেটাই দেখানো হয়েছে উপন্যাসের পাতায়। কে সেই চক্রের কেন্দ্রবিন্দুতে বসে আছে? সে কি কোনো ক্রিমিনাল? নাকি মধ্যবিত্ত ছাপোষা বাঙালি চেহারার আড়ালেই লুকিয়ে আছে সেই অপরাধী? একটার পর একটা খুন ঘটে চলেছে সরকারি হাইস্কুলকে কেন্দ্র করে কলকাতার রাস্তায়। ডিসিপি লগ্নজিতা ভট্টাচার্য কি পারবে এই চক্রকে ধরতে? খুনির নাগাল কি আদৌ পাবে? নাকি প্রকাশ্য দিবালোকে ফুলের মতো নিষ্পাপ শিশুরা আস্তে আস্তে এই ভয়ংকর নেশার কবলে পড়বে? এসব প্রশ্নের উত্তর দেবে অফিসার লগ্নজিতা ভট্টাচার্যের রহস্য উপন্যাস- ‘সাইলেন্ট কিলার।
সাইলেন্ট কিলার’ একটি রহস্য উপন্যাস। এ উপন্যাসে মৃত্যু এসেছে নিঃশব্দে, আর নিশ্চুপ ঘাতক ধীরে ধীরে তার জাল বিস্তার করে মানুষকে পৌঁছে দিয়েছে মৃত্যুর দোর গোড়ায়। রক্তপাত নয়, এ মৃত্যু এসেছে ভয়ংকর নেশার হাত ধরে। নারকোটিক্স বা ড্রাগস স্কুল স্টুডেন্ট থেকে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে কীভাবে ছড়িয়ে দিচ্ছে একটি চক্র, সেটাই দেখানো হয়েছে উপন্যাসের পাতায়। কে সেই চক্রের কেন্দ্রবিন্দুতে বসে আছে? সে কি কোনো ক্রিমিনাল? নাকি মধ্যবিত্ত ছাপোষা বাঙালি চেহারার আড়ালেই লুকিয়ে আছে সেই অপরাধী? একটার পর একটা খুন ঘটে চলেছে সরকারি হাইস্কুলকে কেন্দ্র করে কলকাতার রাস্তায়। ডিসিপি লগ্নজিতা ভট্টাচার্য কি পারবে এই চক্রকে ধরতে? খুনির নাগাল কি আদৌ পাবে? নাকি প্রকাশ্য দিবালোকে ফুলের মতো নিষ্পাপ শিশুরা আস্তে আস্তে এই ভয়ংকর নেশার কবলে পড়বে? এসব প্রশ্নের উত্তর দেবে অফিসার লগ্নজিতা ভট্টাচার্যের রহস্য উপন্যাস- ‘সাইলেন্ট কিলার।