ডিটেকটিভ রেনে ব্যালার্ড, লস অ্যাঞ্জেলস ডিপার্টমেন্টের হলিউড স্টেশনে নাইট শিফটে কাজ করে। দিনের পর দিন হাতের কাছ থেকে সব কেস ছুটে যাওয়ায় সে ত্যক্ত বিরক্ত। কোথায় সেই সম্ভাবনাময় ক্যারিয়ার!
ডিপার্টমেন্টেরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে রাজনীতির শিকার হয়ে আজ তার এই অবস্থা।
প্রতি রাতেই চোখের সামনে মানুষগুলোর দায়িত্ব নেওয়ার পরও তা ডে শিফটে কাজ করা অন্য অফিসারদের হাতে তুলে দিতে দিতে সে ক্লান্ত। তারপর...
একদিন তার সামনে দুটো কেস আসে। ব্যালার্ড সিদ্ধান্ত নেয় এই কেসগুলো নিয়ে কাজ করেই ছাড়বে। ন্যায়-বিচার পাইয়ে দিবে ভিক্টিমদের। বের করবে নেপথ্যে থাকা আসল রহস্য।
কিন্তু সে যতই এগিয়ে যায় ততই উদ্ভাসিত হতে শুরু করে নানা সত্য। তাকে ঘিরে ঘুরতে থাকে কালো ছায়ারা।
ব্যালার্ড কি পারবে এই রহস্যের সমাধান করতে? খুনিদের বের করতে গিয়ে হারিয়ে ফেলবে না তো নিজের নিয়ন্ত্রণ?
ডিটেকটিভ রেনে ব্যালার্ড, লস অ্যাঞ্জেলস ডিপার্টমেন্টের হলিউড স্টেশনে নাইট শিফটে কাজ করে। দিনের পর দিন হাতের কাছ থেকে সব কেস ছুটে যাওয়ায় সে ত্যক্ত বিরক্ত। কোথায় সেই সম্ভাবনাময় ক্যারিয়ার!
ডিপার্টমেন্টেরই এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ তুলে রাজনীতির শিকার হয়ে আজ তার এই অবস্থা।
প্রতি রাতেই চোখের সামনে মানুষগুলোর দায়িত্ব নেওয়ার পরও তা ডে শিফটে কাজ করা অন্য অফিসারদের হাতে তুলে দিতে দিতে সে ক্লান্ত। তারপর...
একদিন তার সামনে দুটো কেস আসে। ব্যালার্ড সিদ্ধান্ত নেয় এই কেসগুলো নিয়ে কাজ করেই ছাড়বে। ন্যায়-বিচার পাইয়ে দিবে ভিক্টিমদের। বের করবে নেপথ্যে থাকা আসল রহস্য।
কিন্তু সে যতই এগিয়ে যায় ততই উদ্ভাসিত হতে শুরু করে নানা সত্য। তাকে ঘিরে ঘুরতে থাকে কালো ছায়ারা।
ব্যালার্ড কি পারবে এই রহস্যের সমাধান করতে? খুনিদের বের করতে গিয়ে হারিয়ে ফেলবে না তো নিজের নিয়ন্ত্রণ?