তিনটে গল্প আর একটা উপন্যাস নিয়ে এই বই। প্রথম তিনটে গল্পে ধরা পড়ে শ্রী নীরেন্দ্রনাথ ভাদুড়ির বহুবর্ণ জীবন। অলৌকিক এবং আধ্যাত্মিকতা মিলেমিশে যায় পরতে পরতে। আর মহাসিন্ধুর ও ‘পার থেকে উপন্যাসে ঘনিয়ে ওঠে এক প্রতিশোধের আখ্যান। তা থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টায় একাকার হয়ে যায় মানুষের রোজকারের আবেগ। প্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা, অসহায়তা। বিশাল এক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস পাঠককে ধাঁধায় ফেলে দেয়, গল্পটা আসলে কীসের? ভয়ের না প্রেমের?
তিনটে গল্প আর একটা উপন্যাস নিয়ে এই বই। প্রথম তিনটে গল্পে ধরা পড়ে শ্রী নীরেন্দ্রনাথ ভাদুড়ির বহুবর্ণ জীবন। অলৌকিক এবং আধ্যাত্মিকতা মিলেমিশে যায় পরতে পরতে। আর মহাসিন্ধুর ও ‘পার থেকে উপন্যাসে ঘনিয়ে ওঠে এক প্রতিশোধের আখ্যান। তা থেকে মুক্তি পাওয়ার প্রচেষ্টায় একাকার হয়ে যায় মানুষের রোজকারের আবেগ। প্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা, অসহায়তা। বিশাল এক প্রেক্ষাপটে রচিত এই উপন্যাস পাঠককে ধাঁধায় ফেলে দেয়, গল্পটা আসলে কীসের? ভয়ের না প্রেমের?