"রেবেকা-কে আমি ভালোবাসতাম গভীরভাবে। প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিলো আমাদের, বিয়ের কথাও চলছিলো। কিন্তু তিলে তিলে গড়া সেই স্বপ্নের প্রাসাদ ধ্বংস হয়ে গেলো এক নিমিষেই! একদিন রেবেকা আমাকে বললো, ''যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে কথা দাও- আমাকে ভুলে যাবে, আজকের পর আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না!' কষ্টের পাথর চেপে আমি সেদিন রেবেকা-কে কথা দিয়েছিলাম। তবে সেই কথা আমি পুরোপুরি রাখতে পারিনি। সেদিনের পর আর রেবেকার সামনে গিয়ে দাঁড়াইনি সত্যি, কিন্তু ওকে আমি কখনো ভুলতে পারিনি! অবশ্য আমি কথা দিয়েছিলাম জীবিত রেবেকা-কে। আজ যখন খবর পেলাম রেবেকা কার-অ্যাক্সিডেন্টে মারা গেছে, নিজেকে আমি আটকে রাখতে পারিনি। ছুটে গিয়েছিলাম ওকে শেষবারের মতো একটু দেখতে। কিন্তু ওকে দেখে আমি প্রচন্ড শক খেলাম। ওটা রেবেকার লাশ ছিলো না! ওরা সবাই রেবেকার নাম দিয়ে অন্য একটা মেয়েকে দাফন করে ফেলেছে। আমি জানি না আমার রেবেকা এখন কোথায়? তাই আপনার কাছে এসেছি। মনসুর হালিম সাহেব, আপনি তো একজন নামকরা ডিটেকটিভ, অনেক মানুষের উপকার করছেন। আমার রেবেকাকে খুঁজে দেবেন, প্লিজ?"
"রেবেকা-কে আমি ভালোবাসতাম গভীরভাবে। প্রায় ৫ বছরের প্রেমের সম্পর্ক ছিলো আমাদের, বিয়ের কথাও চলছিলো। কিন্তু তিলে তিলে গড়া সেই স্বপ্নের প্রাসাদ ধ্বংস হয়ে গেলো এক নিমিষেই! একদিন রেবেকা আমাকে বললো, ''যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো, তাহলে কথা দাও- আমাকে ভুলে যাবে, আজকের পর আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না!' কষ্টের পাথর চেপে আমি সেদিন রেবেকা-কে কথা দিয়েছিলাম। তবে সেই কথা আমি পুরোপুরি রাখতে পারিনি। সেদিনের পর আর রেবেকার সামনে গিয়ে দাঁড়াইনি সত্যি, কিন্তু ওকে আমি কখনো ভুলতে পারিনি! অবশ্য আমি কথা দিয়েছিলাম জীবিত রেবেকা-কে। আজ যখন খবর পেলাম রেবেকা কার-অ্যাক্সিডেন্টে মারা গেছে, নিজেকে আমি আটকে রাখতে পারিনি। ছুটে গিয়েছিলাম ওকে শেষবারের মতো একটু দেখতে। কিন্তু ওকে দেখে আমি প্রচন্ড শক খেলাম। ওটা রেবেকার লাশ ছিলো না! ওরা সবাই রেবেকার নাম দিয়ে অন্য একটা মেয়েকে দাফন করে ফেলেছে। আমি জানি না আমার রেবেকা এখন কোথায়? তাই আপনার কাছে এসেছি। মনসুর হালিম সাহেব, আপনি তো একজন নামকরা ডিটেকটিভ, অনেক মানুষের উপকার করছেন। আমার রেবেকাকে খুঁজে দেবেন, প্লিজ?"