মুখোশের এক জনপদে চিরকালের জন্য পালটে গেছে বিক্ষোভের ধারা, মুখোশের জন্যই। ঝড়ের রাতে একদল অস্ত্রধারী মেতে উঠেছে ষড়যন্ত্রে। নির্জন এক বাংলোয় কয়েকজন মানুষ আটকে গেছে খুনের দায়ে। বুলেট, বিপ্লব আর বৃষ্টির ওই ব্যালেরিনা মিলে যাচ্ছে কোন বাস্তবতায়? আদৌ কি সেই বাস্তবতাকে ধারণ করা সম্ভব গোয়েন্দা-উপন্যাসে? মুখোশের দিন, বৃষ্টির রাত উপন্যাসে আছে চেনা এক জনপদের সেই অচেনা বাস্তবতার কাহিনি।
মুখোশের এক জনপদে চিরকালের জন্য পালটে গেছে বিক্ষোভের ধারা, মুখোশের জন্যই। ঝড়ের রাতে একদল অস্ত্রধারী মেতে উঠেছে ষড়যন্ত্রে। নির্জন এক বাংলোয় কয়েকজন মানুষ আটকে গেছে খুনের দায়ে। বুলেট, বিপ্লব আর বৃষ্টির ওই ব্যালেরিনা মিলে যাচ্ছে কোন বাস্তবতায়? আদৌ কি সেই বাস্তবতাকে ধারণ করা সম্ভব গোয়েন্দা-উপন্যাসে? মুখোশের দিন, বৃষ্টির রাত উপন্যাসে আছে চেনা এক জনপদের সেই অচেনা বাস্তবতার কাহিনি।