'আমি রাধিকা। সনাতন ধর্মে রাধিকা শ্রীমতী রাধারই একটা নাম। মহালক্ষ্মী, মালিনী, মাধবী, রাই, বিনোদিনী এইসবও রাধার নাম। রাধার অনেক নাম। শুধু নাম নয়, ভক্তিও বেশি। কৃষ্ণের প্রতি রাধার ভক্তি এত বেশি ছিল যে খোদ সনাতন ধর্মাবলম্বীরাই কৃষ্ণের আগে রাধা নাম উচ্চারণ করে। রাধা-কৃষ্ণ। চৈতন্যচরিতামৃতের আদিলীলায় বলা হয়েছে, রাধা-পূর্ণশক্তি, কৃষ্ণ-পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র-পরমাণ। শুধু এইটুকুন নয়, আরও আছে– মৃগমদ, তার গন্ধ-যৈছে অবিচ্ছেদ অগ্নিজ্বালাতে যৈছে নাহি কভু ভেদ রাধাকৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ'
'আমি রাধিকা। সনাতন ধর্মে রাধিকা শ্রীমতী রাধারই একটা নাম। মহালক্ষ্মী, মালিনী, মাধবী, রাই, বিনোদিনী এইসবও রাধার নাম। রাধার অনেক নাম। শুধু নাম নয়, ভক্তিও বেশি। কৃষ্ণের প্রতি রাধার ভক্তি এত বেশি ছিল যে খোদ সনাতন ধর্মাবলম্বীরাই কৃষ্ণের আগে রাধা নাম উচ্চারণ করে। রাধা-কৃষ্ণ। চৈতন্যচরিতামৃতের আদিলীলায় বলা হয়েছে, রাধা-পূর্ণশক্তি, কৃষ্ণ-পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্র-পরমাণ। শুধু এইটুকুন নয়, আরও আছে– মৃগমদ, তার গন্ধ-যৈছে অবিচ্ছেদ অগ্নিজ্বালাতে যৈছে নাহি কভু ভেদ রাধাকৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ'