‘মানুষের সবচেয়ে বড় ক্ষতটা শরীরে হয় না, হয় মনে। শরীরের ক্ষত দৃশ্যমান বলে তা সকলে দেখতে পায়। ব্যাথাটা বুঝতে পারে। সারাতে উদগ্রীব হয়ে ওঠে। কিন্তু মনের ক্ষত মানুষ নিজে ছাড়া আর কেউ দেখতে পায় না বলে তা সারাবারও কেউ থাকে না। তাই ওটা নিজেকেই সারিয়ে তুলতে হয়। আর যে মানুষ নিজেই নিজের মনের ক্ষত সারিয়ে তুলতে পারে, তারচেয়ে শক্তিশালী আর কেউ নেই। সে-ই সবচেয়ে বড় যোদ্ধা। আর জানোই তো, যে যত বড় যোদ্ধা, সে তত বড় বিজয়ী। সুতরাং যে কোনো যুদ্ধে জিততে চাইলে সবার আগে নিজের অন্তরের ক্ষত নিজেকেই সারাতে জানতে হবে।’
‘মানুষের সবচেয়ে বড় ক্ষতটা শরীরে হয় না, হয় মনে। শরীরের ক্ষত দৃশ্যমান বলে তা সকলে দেখতে পায়। ব্যাথাটা বুঝতে পারে। সারাতে উদগ্রীব হয়ে ওঠে। কিন্তু মনের ক্ষত মানুষ নিজে ছাড়া আর কেউ দেখতে পায় না বলে তা সারাবারও কেউ থাকে না। তাই ওটা নিজেকেই সারিয়ে তুলতে হয়। আর যে মানুষ নিজেই নিজের মনের ক্ষত সারিয়ে তুলতে পারে, তারচেয়ে শক্তিশালী আর কেউ নেই। সে-ই সবচেয়ে বড় যোদ্ধা। আর জানোই তো, যে যত বড় যোদ্ধা, সে তত বড় বিজয়ী। সুতরাং যে কোনো যুদ্ধে জিততে চাইলে সবার আগে নিজের অন্তরের ক্ষত নিজেকেই সারাতে জানতে হবে।’