ছোট্ট অনাথ ছেলেটিকে নিজের কাছে নিয়ে যান ফাদার ফ্রান্সিস। বছর কেটে যায়, আল্পসের কোলে এক নিভৃত চার্চে বড় হয়ে উঠতে থাকে সে। তারপর একদিন আচমকাই পৃথিবীর সামনে এসে দাঁড়ায় সাধারণ চেহারার সেই বাঙালি ছেলেটি। আলো-আঁধারির মধ্যে তার যাতায়াত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া—সর্বত্র ঘুরে বেড়ায় সে। ছায়াময় তার গতিবিধি, গোপনীয় তার কার্যক্রম। মাঝে মাঝেই সে আইনের নিয়ম ভাঙে, বেড়াজাল টপকায়। রেমব্রান্টের ছবি চুরি থেকে এডস রোগের ওষুধের ফর্মুলা বা ব্লাড ডায়মন্ড থেকে পুজোর কলকাতায় বোমাতঙ্ক, সমস্ত ভাল খারাপের নিয়মগুলোকে সে দাঁড় করায় প্রশ্নের সামনে। আন্তর্জাতিক অপরাধী চক্র থেকে শুরু করে ইন্টারপোল—সবাই তাকে খোঁজে, তার সাহায্য নেয়। বেশ কিছু অরফানেজ চলে তার উপর নির্ভর করে। সে বিষণ্ণতার চেয়ে শক্তিশালী, একাকিত্বের চেয়ে সাহসী, ঈগলের চেয়ে সজাগ। সে অদম্য, অদম্য সেন। এই বইয়ের ছ’টা গল্প সেই আলো-ছায়ার বিভেদরেখায় দাঁড়ানো ছেলেটির কাহিনিই বলে।
ছোট্ট অনাথ ছেলেটিকে নিজের কাছে নিয়ে যান ফাদার ফ্রান্সিস। বছর কেটে যায়, আল্পসের কোলে এক নিভৃত চার্চে বড় হয়ে উঠতে থাকে সে। তারপর একদিন আচমকাই পৃথিবীর সামনে এসে দাঁড়ায় সাধারণ চেহারার সেই বাঙালি ছেলেটি। আলো-আঁধারির মধ্যে তার যাতায়াত। ইউরোপ, আফ্রিকা, এশিয়া—সর্বত্র ঘুরে বেড়ায় সে। ছায়াময় তার গতিবিধি, গোপনীয় তার কার্যক্রম। মাঝে মাঝেই সে আইনের নিয়ম ভাঙে, বেড়াজাল টপকায়। রেমব্রান্টের ছবি চুরি থেকে এডস রোগের ওষুধের ফর্মুলা বা ব্লাড ডায়মন্ড থেকে পুজোর কলকাতায় বোমাতঙ্ক, সমস্ত ভাল খারাপের নিয়মগুলোকে সে দাঁড় করায় প্রশ্নের সামনে। আন্তর্জাতিক অপরাধী চক্র থেকে শুরু করে ইন্টারপোল—সবাই তাকে খোঁজে, তার সাহায্য নেয়। বেশ কিছু অরফানেজ চলে তার উপর নির্ভর করে। সে বিষণ্ণতার চেয়ে শক্তিশালী, একাকিত্বের চেয়ে সাহসী, ঈগলের চেয়ে সজাগ। সে অদম্য, অদম্য সেন। এই বইয়ের ছ’টা গল্প সেই আলো-ছায়ার বিভেদরেখায় দাঁড়ানো ছেলেটির কাহিনিই বলে।