অল্প বয়সে বিধবা হওয়ার পর শ্বশুরমশাইয়ের সঙ্গে তীর্থ করতে বৃন্দাবনে আসে ননীবালা। এক পূর্ণিমার রাতে নিধুবনে অলৌকিক দর্শনের পরহ ঠাৎ তার শ্বশুরের মৃত্যু হয়। নবদ্বীপে ভাসুরের সংসারে আর ফিরে আসতে পারে না ননীবালা। মোক্ষলাভের আশায় শ্রী গোবিন্দেরচরণে নিজেকে সমর্পণ করে সে। বৃন্দাবন এখন আর সেই ব্রজধাম নেই। পূত-পবিত্র বাতাবরণের বদলে এই তীর্থস্থান এখন ধর্মীয় উন্মাদ ও ব্যবসায়ীদের কবলে চলে গেছে। বাঙালি বিধবারা অনেকেই সেখানে এখন যৌন পীড়নের শিকার। তাদের জীবন যাপনে চরম দারিদ্র্যের চিহ্ন। ননীবালাও একবার ধর্ষিতা হল। কোনওভাবেই সে তার দেহের শুচিতা ধরে রাখতে পারল না। জীবন ও পরিপার্শ্বের প্রতি প্রবল ঘৃণায় মরতে চেয়েছিলসে। কিন্তু সমাজ সেবিকা বিমলা বসুর প্রেরণায় ননীবালা স্থির করল, অসহায় বিধবাদের জন্য লড়াই শুরু করবে। নানা ঘটনার ভেতর দিয়ে বৃন্দাবনে ননীবালার জীবনের পঁচিশটি বছর কেটে যায়। কিন্তু তার আর মোক্ষলাভ হয় না। ক্রমশ হতাশ হয়ে পড়ে ননীবালা। এই সময় অকস্মাৎ নবদ্বীপ থেকে তার ডাক আসে। নিকট আত্মীয়রা তার প্রাপ্য সম্পত্তি ফেরত দিতে চায়। এখন কী সিদ্ধান্ত নেবে ননীবালা? সব সংগ্রাম বিসর্জন দিয়েবৃ ন্দাবন ছেড়ে চলে যাবে কি?
অল্প বয়সে বিধবা হওয়ার পর শ্বশুরমশাইয়ের সঙ্গে তীর্থ করতে বৃন্দাবনে আসে ননীবালা। এক পূর্ণিমার রাতে নিধুবনে অলৌকিক দর্শনের পরহ ঠাৎ তার শ্বশুরের মৃত্যু হয়। নবদ্বীপে ভাসুরের সংসারে আর ফিরে আসতে পারে না ননীবালা। মোক্ষলাভের আশায় শ্রী গোবিন্দেরচরণে নিজেকে সমর্পণ করে সে। বৃন্দাবন এখন আর সেই ব্রজধাম নেই। পূত-পবিত্র বাতাবরণের বদলে এই তীর্থস্থান এখন ধর্মীয় উন্মাদ ও ব্যবসায়ীদের কবলে চলে গেছে। বাঙালি বিধবারা অনেকেই সেখানে এখন যৌন পীড়নের শিকার। তাদের জীবন যাপনে চরম দারিদ্র্যের চিহ্ন। ননীবালাও একবার ধর্ষিতা হল। কোনওভাবেই সে তার দেহের শুচিতা ধরে রাখতে পারল না। জীবন ও পরিপার্শ্বের প্রতি প্রবল ঘৃণায় মরতে চেয়েছিলসে। কিন্তু সমাজ সেবিকা বিমলা বসুর প্রেরণায় ননীবালা স্থির করল, অসহায় বিধবাদের জন্য লড়াই শুরু করবে। নানা ঘটনার ভেতর দিয়ে বৃন্দাবনে ননীবালার জীবনের পঁচিশটি বছর কেটে যায়। কিন্তু তার আর মোক্ষলাভ হয় না। ক্রমশ হতাশ হয়ে পড়ে ননীবালা। এই সময় অকস্মাৎ নবদ্বীপ থেকে তার ডাক আসে। নিকট আত্মীয়রা তার প্রাপ্য সম্পত্তি ফেরত দিতে চায়। এখন কী সিদ্ধান্ত নেবে ননীবালা? সব সংগ্রাম বিসর্জন দিয়েবৃ ন্দাবন ছেড়ে চলে যাবে কি?