নয়নের অদ্ভুত ক্ষমতা। সে কারও মুখের দিকে তাকিয়ে গাড়ির নম্বর বলে দিতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউণ্টের নম্বর বলে দিতে পারে। তাকে নিয়ে ম্যাজিসিয়ান সুনীল তরফদার ম্যাজিক দেখায়। ম্যাজিক দেখাতে ডাক পড়ল মাদ্রাজে। অসৎ উদ্দেশ্যে, অর্থাৎ নয়নকে অপহরণ করার জন্য সেখানে হাজির চার লোভী। আর এই লোভীদের হাত থেকে নয়নকে বাঁচাতে ফেলুদাও রওনা দিল মাদ্রাজে।
নয়নের অদ্ভুত ক্ষমতা। সে কারও মুখের দিকে তাকিয়ে গাড়ির নম্বর বলে দিতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউণ্টের নম্বর বলে দিতে পারে। তাকে নিয়ে ম্যাজিসিয়ান সুনীল তরফদার ম্যাজিক দেখায়। ম্যাজিক দেখাতে ডাক পড়ল মাদ্রাজে। অসৎ উদ্দেশ্যে, অর্থাৎ নয়নকে অপহরণ করার জন্য সেখানে হাজির চার লোভী। আর এই লোভীদের হাত থেকে নয়নকে বাঁচাতে ফেলুদাও রওনা দিল মাদ্রাজে।