মায়ের স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে এসে বসত একটা ফিঙে। লাল তা শুনেছিল। মায়ের মৃত্যুর পর লাল একা হয়ে যায় খুব। তারপর সে প্রেমে পড়ে মিকির। কিন্তু লালের বাবা তা মানতে চান না। এমনিতেই দূরত্ব ছিল, এখন এই না মেনে নেওয়ার জেরে বাড়ি ছাড়ে লাল। নিজেদের ব্যাবসা ছেড়ে চাকরিও নেয় একটা। নতুন জায়গায় লালের সঙ্গে আলাপ হয় অণুর। মিকির অবজ্ঞা, চাকরির চাপ আর নিজেদের ব্যাবসার ত্রিভুজে লাল জড়িয়ে পড়ে ক্রমশ। আর এসবের ফাঁকে লালের চোখে পড়ে বাড়ির সামনের বাগানে এসে বসা একটা ফিঙে। কী বলতে চায় এই ফিঙে ? কার স্বপ্ন নিয়ে সে এসে বসে লালের সামনে ? স্মরণজিৎ চক্রবর্তীর ‘ফিঙে’ উপন্যাসে আছে সব ভুল বোঝাবুঝির বাইরে বেরিয়ে একে অপরের কাছে আসার সহজ আনন্দ।
মায়ের স্বপ্নের মধ্যে ঘুরে ফিরে এসে বসত একটা ফিঙে। লাল তা শুনেছিল। মায়ের মৃত্যুর পর লাল একা হয়ে যায় খুব। তারপর সে প্রেমে পড়ে মিকির। কিন্তু লালের বাবা তা মানতে চান না। এমনিতেই দূরত্ব ছিল, এখন এই না মেনে নেওয়ার জেরে বাড়ি ছাড়ে লাল। নিজেদের ব্যাবসা ছেড়ে চাকরিও নেয় একটা। নতুন জায়গায় লালের সঙ্গে আলাপ হয় অণুর। মিকির অবজ্ঞা, চাকরির চাপ আর নিজেদের ব্যাবসার ত্রিভুজে লাল জড়িয়ে পড়ে ক্রমশ। আর এসবের ফাঁকে লালের চোখে পড়ে বাড়ির সামনের বাগানে এসে বসা একটা ফিঙে। কী বলতে চায় এই ফিঙে ? কার স্বপ্ন নিয়ে সে এসে বসে লালের সামনে ? স্মরণজিৎ চক্রবর্তীর ‘ফিঙে’ উপন্যাসে আছে সব ভুল বোঝাবুঝির বাইরে বেরিয়ে একে অপরের কাছে আসার সহজ আনন্দ।