সন্তু আর কাকাবাবুর অভিযান যেমন দুর্ধর্ষ তেমনই বৈচিত্র্যপূর্ণ। প্রথমত, জট খুলতে যাওয়া সেই পিরামিডের দেশে, মিশরে; আর সেখানে গিয়ে পিরামিডের মধ্যেই যত চূড়ান্ত কাণ্ডকারখানা। সে-কাণ্ডকারখানায় যত রোমাঞ্চ, যত উত্তেজনা তার মূলে আবার হিয়েরোগ্লিফিক্স ভাষা। কী ভাবছ? এ-ভাষার নাম শুনিনি? সন্তু কিন্তু শুনেছে। এ হল একরকম ছবির ভাষা। মিশরের পিরামিডে কিংবা অন্য-সব স্মৃতিস্তম্ভে ছবি এঁকে-এঁকে অনেক কথা লেখা হত একসময়। অবলুপ্ত সেই ভাষার নামই হিয়েরোগ্লিফিক্স।
কী ভাগ্যি কাকাবাবু একসময় ইজিপ্টে ছিলেন এবং তখন তিনি এ-ভাষা নিয়ে কিছুটা চর্চা করেছিলেন। সেইজন্যেই না ডাক পড়ল তাঁর এ-ভাষার কিছু ছবির পাঠোদ্ধার করতে। নিতান্ত নিরীহ সেই কাজ করতে গিয়ে সন্তু আর কাকাবাবু যে কীভাবে জড়িয়ে পড়লেন এক ভয়ংকর জালে এবং কীভাবে যে শেষ পর্যন্ত ঘটল সব উৎকণ্ঠার অবসান, তাই নিয়েই এই আশ্চর্য কাহিনী লিখেছেন ছোটদের মনের মতো লেখক সুনীল গঙ্গোপাধ্যায়।
সন্তু আর কাকাবাবুর অভিযান যেমন দুর্ধর্ষ তেমনই বৈচিত্র্যপূর্ণ। প্রথমত, জট খুলতে যাওয়া সেই পিরামিডের দেশে, মিশরে; আর সেখানে গিয়ে পিরামিডের মধ্যেই যত চূড়ান্ত কাণ্ডকারখানা। সে-কাণ্ডকারখানায় যত রোমাঞ্চ, যত উত্তেজনা তার মূলে আবার হিয়েরোগ্লিফিক্স ভাষা। কী ভাবছ? এ-ভাষার নাম শুনিনি? সন্তু কিন্তু শুনেছে। এ হল একরকম ছবির ভাষা। মিশরের পিরামিডে কিংবা অন্য-সব স্মৃতিস্তম্ভে ছবি এঁকে-এঁকে অনেক কথা লেখা হত একসময়। অবলুপ্ত সেই ভাষার নামই হিয়েরোগ্লিফিক্স।
কী ভাগ্যি কাকাবাবু একসময় ইজিপ্টে ছিলেন এবং তখন তিনি এ-ভাষা নিয়ে কিছুটা চর্চা করেছিলেন। সেইজন্যেই না ডাক পড়ল তাঁর এ-ভাষার কিছু ছবির পাঠোদ্ধার করতে। নিতান্ত নিরীহ সেই কাজ করতে গিয়ে সন্তু আর কাকাবাবু যে কীভাবে জড়িয়ে পড়লেন এক ভয়ংকর জালে এবং কীভাবে যে শেষ পর্যন্ত ঘটল সব উৎকণ্ঠার অবসান, তাই নিয়েই এই আশ্চর্য কাহিনী লিখেছেন ছোটদের মনের মতো লেখক সুনীল গঙ্গোপাধ্যায়।