রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এক বিরলপ্রজ কথাশিল্পীর নাম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর মমতামাখানো জাদুস্পর্শী লেখা নেই। তাঁর ছোটগল্পগুলো অসাধারণ। রবীন্দ্রনাথের ছোটগল্প বলতে আমরা সাধারণভাবে তাঁর 'গল্পগুচ্ছ' সংকলনের গল্পগুলোর কথাই বুঝি। বাংলা সাহিত্যের ছোটগল্পের বইগুলোর মধ্যে এটি অন্যতম। তাঁর 'গল্পগুচ্ছ' যেন মহাসমুদ্র, যেখানে নানা রকম মণি-মুক্তার সন্ধান মেলে। ১৯০৮-১৯০৯ সালে ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫ খণ্ডে এ গল্পগুলো প্রকাশ করে। তবে ১৩০৭বঙ্গাব্দে মজুমদার লাইব্রেরি প্রকাশিত সংস্করণকেই প্রথম সংস্করণ হিসেবে গণ্য করা হয়। এ সংকলনের প্রায় বেশির ভাগ গল্পের ওপর বিভিন্ন সময় নাটক নির্মাণ হয়েছে। সংকলনের গল্পগুলো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়। তাঁর প্রথম ছোটগল্প 'ভিখারিণী' ভারতী পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশ হয়। পরবর্তীতে ১৮৮৪-৮৫ সালে 'ঘাটের কথা', 'রাজপথের কথা' ও 'মুকুট' প্রকাশ হলেও তাঁর প্রথম সার্থক ছোটগল্প 'দেনা-পাওনা'। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশ হয়। এ সংকলনের পোস্টমাস্টার, ছুটি, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ব্যবধান, হৈমন্তী, নষ্টনীড়, মাল্যদান, প্রায়শ্চিত্ত, গুপ্তধন, অনধিকার প্রবেশ, মানভঞ্জন, ভিখারিণী, শাস্তি, ফেল, কাবুলিওয়ালা, বলাই ইত্যাদি গল্পের আবেদন অমলিন।
রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) এক বিরলপ্রজ কথাশিল্পীর নাম। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তাঁর মমতামাখানো জাদুস্পর্শী লেখা নেই। তাঁর ছোটগল্পগুলো অসাধারণ। রবীন্দ্রনাথের ছোটগল্প বলতে আমরা সাধারণভাবে তাঁর 'গল্পগুচ্ছ' সংকলনের গল্পগুলোর কথাই বুঝি। বাংলা সাহিত্যের ছোটগল্পের বইগুলোর মধ্যে এটি অন্যতম। তাঁর 'গল্পগুচ্ছ' যেন মহাসমুদ্র, যেখানে নানা রকম মণি-মুক্তার সন্ধান মেলে। ১৯০৮-১৯০৯ সালে ইন্ডিয়ান পাবলিশিং হাউস ৫ খণ্ডে এ গল্পগুলো প্রকাশ করে। তবে ১৩০৭বঙ্গাব্দে মজুমদার লাইব্রেরি প্রকাশিত সংস্করণকেই প্রথম সংস্করণ হিসেবে গণ্য করা হয়। এ সংকলনের প্রায় বেশির ভাগ গল্পের ওপর বিভিন্ন সময় নাটক নির্মাণ হয়েছে। সংকলনের গল্পগুলো বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়। তাঁর প্রথম ছোটগল্প 'ভিখারিণী' ভারতী পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশ হয়। পরবর্তীতে ১৮৮৪-৮৫ সালে 'ঘাটের কথা', 'রাজপথের কথা' ও 'মুকুট' প্রকাশ হলেও তাঁর প্রথম সার্থক ছোটগল্প 'দেনা-পাওনা'। গল্পটি হিতবাদী পত্রিকায় প্রকাশ হয়। এ সংকলনের পোস্টমাস্টার, ছুটি, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, ব্যবধান, হৈমন্তী, নষ্টনীড়, মাল্যদান, প্রায়শ্চিত্ত, গুপ্তধন, অনধিকার প্রবেশ, মানভঞ্জন, ভিখারিণী, শাস্তি, ফেল, কাবুলিওয়ালা, বলাই ইত্যাদি গল্পের আবেদন অমলিন।