ইবু, জয়ন্ত, কাজল, কাসেম ও তারেক। তারেক আবার এসেছে বিদেশ থেকে। নিজেকে বলে ‘ট্যাড়েক’। পাঁচ কিশোর বন্ধু। স্কুল শেষে একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ তারেক দেখল একটা স্কুটারে ভয়ঙ্কর একজন লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়েটার সঙ্গে লোকটা কেমন যেন বেমানান। ভাবভঙ্গি সুবিধার নয়। খটকা লাগল। তা হলে কি কিডন্যাপ? খবরের কাগজে তো রোজই এমন ঘটনা চোখে পড়ে। মুহূর্ত দেরি নয়! পিছু ধাওয়া করল। এখানেই ফেঁসে গেল ওরা। কেন? খবর তৈরি করতে গিয়ে নিজেরাই ‘খবর’ হয়ে গেল। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, কোমাডো ড্রাগনের চেয়ে ভয়াবহ বিপদ ওদের পিছু ধাওয়া করছে। সাহসী, বুদ্ধিমান, অ্যাডভেঞ্চারপ্রিয় পাঁচ বন্ধুর রুদ্ধশ্বাস অপেক্ষা- বিপদ কেটে বেরুবে কখন! কীভাবে!
ইবু, জয়ন্ত, কাজল, কাসেম ও তারেক। তারেক আবার এসেছে বিদেশ থেকে। নিজেকে বলে ‘ট্যাড়েক’। পাঁচ কিশোর বন্ধু। স্কুল শেষে একদিন বাড়ি ফেরার পথে হঠাৎ তারেক দেখল একটা স্কুটারে ভয়ঙ্কর একজন লোক একটা বাচ্চা মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়েটার সঙ্গে লোকটা কেমন যেন বেমানান। ভাবভঙ্গি সুবিধার নয়। খটকা লাগল। তা হলে কি কিডন্যাপ? খবরের কাগজে তো রোজই এমন ঘটনা চোখে পড়ে। মুহূর্ত দেরি নয়! পিছু ধাওয়া করল। এখানেই ফেঁসে গেল ওরা। কেন? খবর তৈরি করতে গিয়ে নিজেরাই ‘খবর’ হয়ে গেল। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, কোমাডো ড্রাগনের চেয়ে ভয়াবহ বিপদ ওদের পিছু ধাওয়া করছে। সাহসী, বুদ্ধিমান, অ্যাডভেঞ্চারপ্রিয় পাঁচ বন্ধুর রুদ্ধশ্বাস অপেক্ষা- বিপদ কেটে বেরুবে কখন! কীভাবে!